Ajker Patrika

দেশের যেসব এলাকায় তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নিচে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৩: ৫২
দেশের যেসব এলাকায় তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নিচে

এবারের শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে আজ মঙ্গলবার। সকালে আবহাওয়ার বার্তায় জানানো হয়, চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। 

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের ৪৪টি পর্যবেক্ষণাগারের রেকর্ড করা তাপমাত্রায় দেখা গেছে, দেশের ২৬টি অঞ্চলে ১০ ডিগ্রির সেলসিয়াসের নিচে। মঙ্গলবার যেসব অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে—

ঢাকা বিভাগের টাঙ্গাইলে ৮ দশমিক ৫, ফরিদপুরে ৭ দশমিক ৫, মাদারীপুরে ৮ দশমিক ৩, গোপালগঞ্জে ৭ দশমিক ৮, নিকলিতে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৭ দশমিক ৮, ঈশ্বরদীতে ৮ ডিগ্রি, বগুড়ায় ৯ ডিগ্রি, নওগাঁর বদলগাছী ৯ ডিগ্রি, সিরাজগঞ্জের তাড়াশে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

রংপুর বিভাগের রংপুর জেলায় ৯ দশমিক ৬, দিনাজপুরে ৮ দশমিক ৪, নীলফামারীর সৈয়দপুরে ৮ দশমিক ৬, তেঁতুলিয়ায় ৭ দশমিক ১, ডিমলায় ৮ দশমিক ৫, কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডর ৯ দশমিক ৪, কুমিল্লায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

খুলনা বিভাগের খুলনা জেলায় ৯ দশমিক ৪, সাতক্ষীরায় ৯ দশমিক ৫, যশোর ৮ দশমিক ৬, কুষ্টিয়ার কুমারখালী ৯ ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

বরিশাল বিভাগের বরিশাল জেলায় ৮ দশমিক ৪, ভোলায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত