নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মৃদু তাপপ্রবাহ শেষে রাজধানী ঢাকাসহ দেশের কিছু এলাকায় বজ্রঝড় বয়ে গেছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী তিন দিন এ অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। তবে এ মাসে তাপমাত্রা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এর মধ্যে কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী কয়েক দিন এ রকমই চলবে। বাতাস ও বজ্রবৃষ্টি হবে।
আবহাওয়াবিদেরা জানান, বাংলাদেশের আবহাওয়ায় মার্চ মাস থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হওয়া অস্বাভাবিক নয়। এ মাস থেকে বজ্রপাত-ঝড়ও শুরু হয়। তাপপ্রবাহের পর বজ্রঝড় ও বৃষ্টির মাধ্যমে তাপমাত্রা কমে যায়। তবে আবহাওয়া অধিদপ্তর মার্চ মাসের পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
বাতাস উত্তপ্ত হলে কখনো কখনো তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। সেটাকে বলা হয় তাপপ্রবাহ। ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে যদি তাপমাত্রা উঠে যায়, তখন সেটাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গতকাল সিরাজগঞ্জে তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, রাঙামাটি, বাগেরহাট, পটুয়াখালীসহ ১২টি জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আবুল কালাম মল্লিক আরও বলেন, ‘এটা মার্চ, এপ্রিল, মে মাসের স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিবছরই এই ঘটনা ঘটে। কিন্তু কখনো কখনো এই তাপপ্রবাহ অনেক দিন ধরে বিরাজমান থাকে। যেমন, গত বছর ১ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত প্রায় ৩৫ দিন একটানা তাপপ্রবাহ ছিল। এটা ছিল বাংলাদেশে ৭৬ বছরের মধ্যে তাপপ্রবাহের ব্যাপ্তিকালের রেকর্ড।’
মৃদু তাপপ্রবাহ শেষে রাজধানী ঢাকাসহ দেশের কিছু এলাকায় বজ্রঝড় বয়ে গেছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী তিন দিন এ অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। তবে এ মাসে তাপমাত্রা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এর মধ্যে কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী কয়েক দিন এ রকমই চলবে। বাতাস ও বজ্রবৃষ্টি হবে।
আবহাওয়াবিদেরা জানান, বাংলাদেশের আবহাওয়ায় মার্চ মাস থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হওয়া অস্বাভাবিক নয়। এ মাস থেকে বজ্রপাত-ঝড়ও শুরু হয়। তাপপ্রবাহের পর বজ্রঝড় ও বৃষ্টির মাধ্যমে তাপমাত্রা কমে যায়। তবে আবহাওয়া অধিদপ্তর মার্চ মাসের পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
বাতাস উত্তপ্ত হলে কখনো কখনো তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। সেটাকে বলা হয় তাপপ্রবাহ। ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে যদি তাপমাত্রা উঠে যায়, তখন সেটাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গতকাল সিরাজগঞ্জে তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, রাঙামাটি, বাগেরহাট, পটুয়াখালীসহ ১২টি জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আবুল কালাম মল্লিক আরও বলেন, ‘এটা মার্চ, এপ্রিল, মে মাসের স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিবছরই এই ঘটনা ঘটে। কিন্তু কখনো কখনো এই তাপপ্রবাহ অনেক দিন ধরে বিরাজমান থাকে। যেমন, গত বছর ১ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত প্রায় ৩৫ দিন একটানা তাপপ্রবাহ ছিল। এটা ছিল বাংলাদেশে ৭৬ বছরের মধ্যে তাপপ্রবাহের ব্যাপ্তিকালের রেকর্ড।’
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউ এয়ারের আজ বুধবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৮৬। আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের করা দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ১৩তম।
২০ ঘণ্টা আগেবাংলাদেশ ‘নদীমাতৃক দেশ’ হলেও বেশির ভাগ নদ-নদীর উৎপত্তি দেশের বাইরে। বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোর ৮০ শতাংশ উৎপত্তি হয়েছে প্রতিবেশী কোনো দেশ থেকে; বিশেষ করে ভারত থেকে। এ কারণে পানির প্রবাহ ও প্রাপ্যতা বাংলাদেশের জন্য হয়ে উঠেছে এক জটিল ও ঝুঁকিপূর্ণ বিষয়।
২ দিন আগেসুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। তবে এখনো তাদের অস্তিত্ব ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন, খাদ্য কমে যাওয়া, শিকারিদের অপতৎপরতা ও যথাযথ সুরক্ষা না থাকায় এমন পরিস্থিতি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
২ দিন আগে