Ajker Patrika

মিয়ানমারে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

মিয়ানমারে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

মিয়ানমারের মাউলাইক অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় আজ রোববার বেলা ২টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। মিয়ানমারে ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কাজী জেবুন্নেসা বলেন, ‘মিয়ানমারের মাইলাওক অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে ঢাকায় তেমন অনুভূত হয়নি। রাঙামাটিসহ চট্টগ্রাম অঞ্চলে অনুভূত হয়েছে। এটার ক্যাটাগরি মডারেট। 

তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৮। এটির গভীরতা ছিল ১০৭ দশমিক ২ কিলোমিটার। 

এর আগে গত ২৯ মে ঢাকা–চট্টগ্রাম–সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মিয়ানমারে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এর গভীরতা ছিল ৯৭ দশমিক ৭ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, দেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি ৫ দশমিক ৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারের মাউলাইক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত