Ajker Patrika

আজ বিশ্বের কোন শহরে ছিল সর্বোচ্চ তাপমাত্রা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ মে ২০২৩, ১৬: ২৯
আজ বিশ্বের কোন শহরে ছিল সর্বোচ্চ তাপমাত্রা

পুরো দেশ উত্তপ্ত। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। এর মধ্যে গ্রামাঞ্চলগুলোতে দফায় দফায় লোডশেডিং। সব মিলিয়ে শুধু মানুষ নয়, পশুপাখিদের অবস্থাও সঙ্গিন। এ বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়—৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আজ রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম। চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই দুই জেলায় তাপমাত্রা উঠেছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

টানা ১৫ দিনের মতো চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আর আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের দেশের মানুষের এমন তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ার অভিজ্ঞতা খুব কম। কিন্তু বিশ্বের অনেক দেশ রয়েছে তীব্র তাপপ্রবাহ যাদের নিত্যসঙ্গী। তীব্র তাপ তাদের আবহাওয়ার সাধারণ বৈশিষ্ট্য। 

চলুন জেনে নেওয়া যাক আজকে (১৬ এপ্রিল) বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার শহরগুলো: 

সেনেগালের মাতাম শহর: সেনেগাল বিশ্বের সবচেয়ে উত্তপ্ত দেশের তালিকার প্রথম দিকেই রয়েছে। আজ দেশটির বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এর মধ্যে মাতাম শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৫ দশমিক ৭ ডিগ্রি। শুধু এই শহরে নয়, দেশটির দুরবেল শহরে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি, লিংগুরি শহরে ৪৪ দশমিক ৫ এবং তামবাকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

মালির কায়েস শহর: পরিবেশ ও আবহাওয়া-বিষয়ক বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উত্তপ্ত দেশের তকমা ধরে রেখেছে মালি। উত্তর পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রায়ই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। আজ এই দেশের কায়েস শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশটির কেনিবা শহরে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, স্যান শহরে ছিল ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

ভারতের গৌরপুর, হামিরপুর ও ঝাঁসি: পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকটি শহরের তাপমাত্রা আজকের দিনে সর্বোচ্চের তালিকায় জায়গা করে নিয়েছে। এলাহাবাদ-গৌরপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হামিরপুর এবং ঝাঁসিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত