হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হালদা নদীর মদুনাঘাট বড়ুয়া পাড়া এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
ডলফিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, হালদা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় নদীতে ভাসতে থাকা মৃত ডলফিনটি উদ্ধার করে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা রামদাস মুন্সিহাটস্থ হালদা অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। পরে এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং প্রাণিবিদ্যা বিভাগ অধ্যাপক ড. মনজুর কিবরিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া আজকের পত্রিকাকে বলেন, হালদা থেকে উদ্ধার করা মৃত ডলফিনটি আড়াইটার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের পেছনে মাটিচাপা দেওয়া হয়েছে।
হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া আরও জানান, মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৫৯ ইঞ্চি এবং ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি। এটি ছিল হালদা নদী থেকে উদ্ধারকৃত ৩০ তম মৃত ডলফিন। মৃত ডলফিনটির দেহ পচে যাওয়া দেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গবেষকদের মতে, বর্তমান পৃথিবীতে এই প্রজাতির আর মাত্র ১২০০ থেকে ১৮০০টি ডলফিন অবশিষ্ট রয়েছে।
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হালদা নদীর মদুনাঘাট বড়ুয়া পাড়া এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
ডলফিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, হালদা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় নদীতে ভাসতে থাকা মৃত ডলফিনটি উদ্ধার করে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা রামদাস মুন্সিহাটস্থ হালদা অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। পরে এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং প্রাণিবিদ্যা বিভাগ অধ্যাপক ড. মনজুর কিবরিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া আজকের পত্রিকাকে বলেন, হালদা থেকে উদ্ধার করা মৃত ডলফিনটি আড়াইটার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের পেছনে মাটিচাপা দেওয়া হয়েছে।
হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া আরও জানান, মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৫৯ ইঞ্চি এবং ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি। এটি ছিল হালদা নদী থেকে উদ্ধারকৃত ৩০ তম মৃত ডলফিন। মৃত ডলফিনটির দেহ পচে যাওয়া দেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গবেষকদের মতে, বর্তমান পৃথিবীতে এই প্রজাতির আর মাত্র ১২০০ থেকে ১৮০০টি ডলফিন অবশিষ্ট রয়েছে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
৩৯ মিনিট আগেহেমন্ত কালের শুরুতে শুষ্ক আবহাওয়ার ঢাকায় বায়ুদূষণ বেড়েই চলেছে। আজ শনিবার ঢাকার বাতাসে দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আছে। সাধারণত বর্ষাকালে ঢাকায় দূষণের মাত্রা কমে আসে। আর শীতকালে সবচেয়ে বেশি দূষণের মাত্রা দেখা যায়।
১ দিন আগেহেমন্তের এই শুষ্ক আবহাওয়ায় সকালবেলায় ঢাকায় মিলেছে রোদের দেখা। তবে আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ দিন আগেমৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর থেকে কয়েক দিন ধরে সারা দেশে বৃষ্টি প্রায় হচ্ছেই না। গত ২৪ ঘণ্টায় কেবল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। দেশের অন্য সব অঞ্চল ছিল একেবারেই বৃষ্টিহীন। সে কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে।
২ দিন আগে