Ajker Patrika

সন্ধ্যার আগেই ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১২: ৩৫
সন্ধ্যার আগেই ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

সারা দেশে কয়েক দিন ধরেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও হচ্ছে ভারী বর্ষণ। এরই মধ্যে আজ ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে আজ সারা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে এর আওতা কমতে পারে বলে আবহাওয়া পূর্বাভাস থেকে জানা গেছে। 

শুক্রবার সকালে প্রকাশিত আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে—আজ সন্ধ্যা ৬টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে—আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আগামীকাল শনিবারের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনাময় আওতা খানিকটা কমতে পারে। বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

পরদিন রোববার রংপুর বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত