Ajker Patrika

সারা দেশে কমবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টির প্রবণতা 

সারা দেশে কমবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টির প্রবণতা 

সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। বৃষ্টিও হয়েছে। এতে কিছুটি স্বস্তিতে নগরবাসী। ঢাকার মতো সারা দেশেই এমন মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে তাপমাত্রা কমবে ১ থেকে ২ ডিগ্রি।  

আজ শনিবার বেলা ১১ টায় দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ থেকে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে আসবে। এ ছাড়া আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা আছে। যেসব জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়বে। একটি লঘুচাপও তৈরি হতে পারে।

অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ঢাকা, ময়মনসিংহ, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত