Ajker Patrika

বাড়তে পারে তাপমাত্রা, যেসব অঞ্চলে ঝড়ের আভাস

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১২: ২৩
বাড়তে পারে তাপমাত্রা, যেসব অঞ্চলে ঝড়ের আভাস

আষাঢ়ের শেষ দিনে সারা দেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গত দুই দিনের তুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনাময় আওতা কমতে পারে বলে জানানো হয়েছে। তবে দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আজ রোববার সকালে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 

আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে। 

এ দিকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সতর্কবার্তায় বলা হয়েছে—ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে মোংলায় ৫১ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বান্দরবানে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত