Ajker Patrika

আজ ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তবে তাপমাত্রা কমবে না

আজকের পত্রিকা ডেস্ক­
আজ ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তবে তাপমাত্রা কমবে না

আবহাওয়া অধিদপ্তরের সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ মঙ্গলবার পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টি হলেও দেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, কুষ্টি, যশোর ও কুমিল্লাতেও দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, এসব অঞ্চল ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামীকাল বুধবার, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। আগামীকাল সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পেতে পারে বলে পূর্বাভাস মিলেছে।

পরদিন বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই তাপপ্রবাহ পরবর্তী দুদিন—শুক্র ও শনিবার অব্যাহত থাকবে। এ দুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী রোববার থেকে আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি এ বজ্রপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বরং আরও বাড়তে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদ আখতারকে একহাত নিলেন লাকি আলী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ