লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে আলোচনায় আসেন রুমানা মালিক মুনমুন। এরপর হয়ে ওঠেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী। কিন্তু হঠাৎই বিয়ে করে হলেন কানাডাপ্রবাসী। সেখানেই স্বামী-সন্তান নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি দীর্ঘ আড়াই বছর পর দেশে ফিরেছেন মুনমুন। এসেই জানালেন ২০২০ সালে প্রথমবার মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ঈমান হোসেন।
মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসব তথ্য জানিয়েছেন মুনমুন। একই সঙ্গে নিজের জীবনের অনেক অজানা গল্পও অনুষ্ঠানটিতে বলেছেন তিনি। জানালেন, গত বছরের ২৪ মে কানাডায় তাঁর মেয়ে ঈমান হোসেনের জন্ম হয়। তাই মেয়ের প্রথম বাংলাদেশ সফর নিয়ে বেশ উৎফুল্ল মুনমুন। বললেন, ‘খুব অল্প সময়ে ঈমান তার দাদি, নানা, খালা, ফুফুদের সাথে মিশে যেতে পেরেছে। বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য খেলার সাথি পেয়ে আমাকে আর ওর বাবাকে যেন ভুলতে বসেছে।’
ডিসেম্বর পর্যন্ত দেশেই থাকার পরিকল্পনা তাঁর। এর মাঝে মনের মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে তা লুফে নিতে চান।
এই অভিনেত্রী কানাডায় ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে মাস্টার্স করেছেন। সে বিষয় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কিছু করতে চান। একই সঙ্গে কয়েক বছর পর একেবারে দেশেই ফিরে আসবেন বলেও জানিয়েছেন মুনমুন। মা হবার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছিলেন মুনমুন। এবার কানাডায় ফিরে আবার চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
রুম্মান রশীদ খান ও লাবণ্যের উপস্থাপনায়, জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর মুনমুনের পর্বটি প্রচার হবে ১৫ নভেম্বর সকাল ৭টায়।
লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে আলোচনায় আসেন রুমানা মালিক মুনমুন। এরপর হয়ে ওঠেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী। কিন্তু হঠাৎই বিয়ে করে হলেন কানাডাপ্রবাসী। সেখানেই স্বামী-সন্তান নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি দীর্ঘ আড়াই বছর পর দেশে ফিরেছেন মুনমুন। এসেই জানালেন ২০২০ সালে প্রথমবার মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ঈমান হোসেন।
মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসব তথ্য জানিয়েছেন মুনমুন। একই সঙ্গে নিজের জীবনের অনেক অজানা গল্পও অনুষ্ঠানটিতে বলেছেন তিনি। জানালেন, গত বছরের ২৪ মে কানাডায় তাঁর মেয়ে ঈমান হোসেনের জন্ম হয়। তাই মেয়ের প্রথম বাংলাদেশ সফর নিয়ে বেশ উৎফুল্ল মুনমুন। বললেন, ‘খুব অল্প সময়ে ঈমান তার দাদি, নানা, খালা, ফুফুদের সাথে মিশে যেতে পেরেছে। বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য খেলার সাথি পেয়ে আমাকে আর ওর বাবাকে যেন ভুলতে বসেছে।’
ডিসেম্বর পর্যন্ত দেশেই থাকার পরিকল্পনা তাঁর। এর মাঝে মনের মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে তা লুফে নিতে চান।
এই অভিনেত্রী কানাডায় ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে মাস্টার্স করেছেন। সে বিষয় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কিছু করতে চান। একই সঙ্গে কয়েক বছর পর একেবারে দেশেই ফিরে আসবেন বলেও জানিয়েছেন মুনমুন। মা হবার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছিলেন মুনমুন। এবার কানাডায় ফিরে আবার চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
রুম্মান রশীদ খান ও লাবণ্যের উপস্থাপনায়, জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর মুনমুনের পর্বটি প্রচার হবে ১৫ নভেম্বর সকাল ৭টায়।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে