২০১৯ সালের জনপ্রিয় ইরানি সিরিজ ‘ব্লু হোয়েল’ এবার আসছে বাংলাদেশের টিভি চ্যানেলে। বাংলায় ডাবিং করা এই সিরিজ আজ থেকে দেখা যাবে একুশে টিভিতে।
প্রতি সোম থেকে শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে সিরিজটি। এর নামকরণ করা হয়েছে সুইসাইডাল চ্যালেঞ্জ গেম ব্লু হোয়েলের নামে, যা কয়েক বছর আগে বিশ্বজুড়ে বহুল সমালোচিত হয়েছিল।
জানা গেছে, বাংলাদেশের ডাবিং শিল্পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান প্ল্যাটফর্ম মিডিয়া অ্যান্ড মার্কেটিং দেশের বিনোদন পিপাসু দর্শকদের জন্য নিয়ে এসেছে সিরিজটি।
ধারাবাহিকটির ডাবিং পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মাহবুব মারুফ ব্লু হোয়েল সিরিজের গল্প সম্পর্কে জানান, কম্পিউটার সায়েন্সের তুখোড় মেধাবী ছাত্র আরমিন। নিজেকে সে সারাদিন অনলাইনে ডুবিয়ে রাখে। একটি ওয়েবসাইট তৈরি করেছে সে। সেটা নিয়েই আরমিনের ধ্যান-জ্ঞান।
সেই ওয়েবসাইটে আরমিনের সঙ্গে পরিচয় হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মিস যালেহ আদিবের। আরমিনের আর্থিক সংকট সম্পর্কে জানতে পারে যালেহ। একটি বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ করে দেয়। ওই কোম্পানিতে ঊর্ধ্বতন কর্মকর্তা আনাহিতার সঙ্গে পরিচিত হয় আরমিন। তাকে কোম্পানির ওয়েবসাইট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়। আর সেখান থেকেই শুরু হয় আরমিনের জীবনের নতুন অধ্যায় ও ‘ব্লু হোয়েল’ ধারাবাহিকটির গল্প।
অস্কার বিজয়ী অভিনেত্রী লায়লা হাতামি ছাড়াও এ সিরিজে অভিনয় করেছেন মোস্তফা যামানি।
৭৫ পর্বের এ সিরিজের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রের খ্যাতিমান অভিনয়শিল্পীরা।
২০১৯ সালের জনপ্রিয় ইরানি সিরিজ ‘ব্লু হোয়েল’ এবার আসছে বাংলাদেশের টিভি চ্যানেলে। বাংলায় ডাবিং করা এই সিরিজ আজ থেকে দেখা যাবে একুশে টিভিতে।
প্রতি সোম থেকে শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে সিরিজটি। এর নামকরণ করা হয়েছে সুইসাইডাল চ্যালেঞ্জ গেম ব্লু হোয়েলের নামে, যা কয়েক বছর আগে বিশ্বজুড়ে বহুল সমালোচিত হয়েছিল।
জানা গেছে, বাংলাদেশের ডাবিং শিল্পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান প্ল্যাটফর্ম মিডিয়া অ্যান্ড মার্কেটিং দেশের বিনোদন পিপাসু দর্শকদের জন্য নিয়ে এসেছে সিরিজটি।
ধারাবাহিকটির ডাবিং পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মাহবুব মারুফ ব্লু হোয়েল সিরিজের গল্প সম্পর্কে জানান, কম্পিউটার সায়েন্সের তুখোড় মেধাবী ছাত্র আরমিন। নিজেকে সে সারাদিন অনলাইনে ডুবিয়ে রাখে। একটি ওয়েবসাইট তৈরি করেছে সে। সেটা নিয়েই আরমিনের ধ্যান-জ্ঞান।
সেই ওয়েবসাইটে আরমিনের সঙ্গে পরিচয় হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মিস যালেহ আদিবের। আরমিনের আর্থিক সংকট সম্পর্কে জানতে পারে যালেহ। একটি বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ করে দেয়। ওই কোম্পানিতে ঊর্ধ্বতন কর্মকর্তা আনাহিতার সঙ্গে পরিচিত হয় আরমিন। তাকে কোম্পানির ওয়েবসাইট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়। আর সেখান থেকেই শুরু হয় আরমিনের জীবনের নতুন অধ্যায় ও ‘ব্লু হোয়েল’ ধারাবাহিকটির গল্প।
অস্কার বিজয়ী অভিনেত্রী লায়লা হাতামি ছাড়াও এ সিরিজে অভিনয় করেছেন মোস্তফা যামানি।
৭৫ পর্বের এ সিরিজের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রের খ্যাতিমান অভিনয়শিল্পীরা।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে