ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে ‘মায়ের ডাক’–এর শুটিং শেষ করেছেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিন, কেয়া পায়েল, শাহেদ আলীসহ অনেকেই।
বছর দুই আগে ‘আশ্রয়’ নাটকটি পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন বান্নাহ। এই নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, তাহসান, নুসরাত ইমরোজ তিশা ও মম। এই নাটকের দর্শকপ্রিয়তা নির্মাতাকে উৎসাহ জুগিয়েছে ‘মায়ের ডাক’ নির্মাণে। দুই বছর আগেই প্রযোজক আকবর হায়দার মুন্না গল্প দিয়েছিলেন। পরিকল্পনাও সাজিয়ে নিয়েছিলেন নির্মাতা। কিন্তু বাঁধ সাধলো করোনা পরিস্থিতি। তিন ঈদে পরিকল্পনা করেও শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই নাটকের শুটিং পিছিয়েছে কয়েকবার। অবশেষে পরিকল্পনার প্রায় দেড় বছর পর তৈরি হয়েছে ‘মায়ের ডাক’।
বান্নাহ বলেন, ‘মুন্না ভাই “আশ্রয়” নাটকেরও প্রযোজক। আগের গল্পটি ছিল তাঁর। “মায়ের ডাক” নাটকটিও তাঁর গল্পে বানানো। করোনার কারণে গত বছর শুটিং হয়নি। এবার সব শিল্পীর শিডিউল মিলে যাওয়ায় টানা তিন দিনে কাজটি শেষ করলাম।’
নাটকের শুটিং হয়েছ গাজীপুরে। বান্নাহ বলেছেন, ‘যেমন আশা করেছিলাম, তেমনভাবেই বানাতে পেরেছি নাটকটি। যাঁদের নিয়ে কাজ করতে চেয়েছি, তাঁদের সবাইকে যে পেয়েছি, সেটাও একটা ভালো লাগার বিষয়। প্রত্যেকেই এই সময়ের ব্যস্ত শিল্পী। সবাই তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। প্রত্যেকের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সচেষ্ট ছিলেন সবাই। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
আসন্ন ঈদুল আজহায় ‘মায়ের ডাক’ প্রচারিত হবে একটি বেসরকারি টিভিতে। পাশাপাশি প্রচারিত হবে ক্লাব ইলেভেনের ইউটিউবে।
ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে ‘মায়ের ডাক’–এর শুটিং শেষ করেছেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিন, কেয়া পায়েল, শাহেদ আলীসহ অনেকেই।
বছর দুই আগে ‘আশ্রয়’ নাটকটি পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন বান্নাহ। এই নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, তাহসান, নুসরাত ইমরোজ তিশা ও মম। এই নাটকের দর্শকপ্রিয়তা নির্মাতাকে উৎসাহ জুগিয়েছে ‘মায়ের ডাক’ নির্মাণে। দুই বছর আগেই প্রযোজক আকবর হায়দার মুন্না গল্প দিয়েছিলেন। পরিকল্পনাও সাজিয়ে নিয়েছিলেন নির্মাতা। কিন্তু বাঁধ সাধলো করোনা পরিস্থিতি। তিন ঈদে পরিকল্পনা করেও শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে এই নাটকের শুটিং পিছিয়েছে কয়েকবার। অবশেষে পরিকল্পনার প্রায় দেড় বছর পর তৈরি হয়েছে ‘মায়ের ডাক’।
বান্নাহ বলেন, ‘মুন্না ভাই “আশ্রয়” নাটকেরও প্রযোজক। আগের গল্পটি ছিল তাঁর। “মায়ের ডাক” নাটকটিও তাঁর গল্পে বানানো। করোনার কারণে গত বছর শুটিং হয়নি। এবার সব শিল্পীর শিডিউল মিলে যাওয়ায় টানা তিন দিনে কাজটি শেষ করলাম।’
নাটকের শুটিং হয়েছ গাজীপুরে। বান্নাহ বলেছেন, ‘যেমন আশা করেছিলাম, তেমনভাবেই বানাতে পেরেছি নাটকটি। যাঁদের নিয়ে কাজ করতে চেয়েছি, তাঁদের সবাইকে যে পেয়েছি, সেটাও একটা ভালো লাগার বিষয়। প্রত্যেকেই এই সময়ের ব্যস্ত শিল্পী। সবাই তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। প্রত্যেকের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সচেষ্ট ছিলেন সবাই। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
আসন্ন ঈদুল আজহায় ‘মায়ের ডাক’ প্রচারিত হবে একটি বেসরকারি টিভিতে। পাশাপাশি প্রচারিত হবে ক্লাব ইলেভেনের ইউটিউবে।
সঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
১ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
২ ঘণ্টা আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
৩ ঘণ্টা আগেহেভি মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ-এর কিংবদন্তি প্রধান গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কনসার্টের মাত্র কয়েক সপ্তাহ পরেই ভক্তদের জন্য এই শোকাবহ সংবাদ এল।
৪ ঘণ্টা আগে