Ajker Patrika

পারিবারিক দায়িত্ববোধের গল্পে ইয়াশ-তটিনীর নাটক ‘অতীতপুর’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পারিবারিক দায়িত্ববোধের গল্পে ইয়াশ-তটিনীর নাটক ‘অতীতপুর’

ছোটপর্দার জুটি হিসেবে ইতিমধ্যে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। বিশেষ করে তাদের রোম্যান্টিক গল্প নির্ভর কাজগুলোতে দর্শকদের বিশেষ আকর্ষণ থাকে। নতুন খবর, ইয়াশ-তটিনী নতুন এক রোমান্টিক গল্প ‘অতীতপুর’ নাটকে অভিনয় করলেন।

ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় এমডি কামরুজ্জামানের প্রযোজনায় কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউবে আজ শুক্রবার বিকেলে মুক্তি পেয়েছে ‘অতীতপুর’।

গল্পটি গ্রামীণ প্রেক্ষাপটের। নির্মাতা ইশানের পরিচালনায় এটি প্রথম নাটক। তিনি বলেন, ‘রোম্যান্টিক গল্প নির্ভর হলেও এটি দায়িত্ববোধের গল্প। দায়িত্ববোধ অনেক সময় সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। এমন সময় আসে যখন পরিবারের দায়িত্ববোধের কাছে ভালোবাসা ঠেকে যায়।’

‘অতীতপুর’ নাটকের দৃশ্যে ইয়াশ-তটিনী। ছবি: সংগৃহীতশহুরে অতি আধুনিক কিংবা ম্যাচিউর প্রেমের পরিণতি বিয়েসহ বিভিন্ন রোম্যান্টিক নাটকে জুটি বাঁধতে দেখা গেছে ইয়াশ-তটিনীকে। এবার তাদের দেখা যাবে কলেজ পড়ুয়া ১৮ বছর বয়সের কাপলের চরিত্রে। পরিচালক বলেন, ‘১৮ বছর বয়সে প্রথম প্রেমে পড়লে যে অনুভূতিগুলো হয় সেগুলো উঠে আসবে। গল্প এভাবে সাজানো ইয়াশ তটিনীকে দর্শক নতুনভাবে দেখতে পাবে। নাটক দেখলে দর্শক বুঝতে পারবেন আসলে টুইস্টটা কোথায় রেখেছি।’

ফারহাদ আহমেদ ইশান বলেন, ‘আমার প্রথম নাটক হিসেবে ভালো করার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর গল্পটা আমাদের চারপাশের। আমার বিশ্বাস নতুন ইয়াশ-তটিনী জুটির পাশে নাটকের গল্পটি থেকে দর্শক পারিবারিক দায়িত্ববোধ ও ভালোবাসার টান অন্যরকমভাবে অনুভব করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত