ছোটপর্দার জুটি হিসেবে ইতিমধ্যে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। বিশেষ করে তাদের রোম্যান্টিক গল্প নির্ভর কাজগুলোতে দর্শকদের বিশেষ আকর্ষণ থাকে। নতুন খবর, ইয়াশ-তটিনী নতুন এক রোমান্টিক গল্প ‘অতীতপুর’ নাটকে অভিনয় করলেন।
ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় এমডি কামরুজ্জামানের প্রযোজনায় কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউবে আজ শুক্রবার বিকেলে মুক্তি পেয়েছে ‘অতীতপুর’।
গল্পটি গ্রামীণ প্রেক্ষাপটের। নির্মাতা ইশানের পরিচালনায় এটি প্রথম নাটক। তিনি বলেন, ‘রোম্যান্টিক গল্প নির্ভর হলেও এটি দায়িত্ববোধের গল্প। দায়িত্ববোধ অনেক সময় সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। এমন সময় আসে যখন পরিবারের দায়িত্ববোধের কাছে ভালোবাসা ঠেকে যায়।’
শহুরে অতি আধুনিক কিংবা ম্যাচিউর প্রেমের পরিণতি বিয়েসহ বিভিন্ন রোম্যান্টিক নাটকে জুটি বাঁধতে দেখা গেছে ইয়াশ-তটিনীকে। এবার তাদের দেখা যাবে কলেজ পড়ুয়া ১৮ বছর বয়সের কাপলের চরিত্রে। পরিচালক বলেন, ‘১৮ বছর বয়সে প্রথম প্রেমে পড়লে যে অনুভূতিগুলো হয় সেগুলো উঠে আসবে। গল্প এভাবে সাজানো ইয়াশ তটিনীকে দর্শক নতুনভাবে দেখতে পাবে। নাটক দেখলে দর্শক বুঝতে পারবেন আসলে টুইস্টটা কোথায় রেখেছি।’
ফারহাদ আহমেদ ইশান বলেন, ‘আমার প্রথম নাটক হিসেবে ভালো করার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর গল্পটা আমাদের চারপাশের। আমার বিশ্বাস নতুন ইয়াশ-তটিনী জুটির পাশে নাটকের গল্পটি থেকে দর্শক পারিবারিক দায়িত্ববোধ ও ভালোবাসার টান অন্যরকমভাবে অনুভব করবে।’
ছোটপর্দার জুটি হিসেবে ইতিমধ্যে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। বিশেষ করে তাদের রোম্যান্টিক গল্প নির্ভর কাজগুলোতে দর্শকদের বিশেষ আকর্ষণ থাকে। নতুন খবর, ইয়াশ-তটিনী নতুন এক রোমান্টিক গল্প ‘অতীতপুর’ নাটকে অভিনয় করলেন।
ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় এমডি কামরুজ্জামানের প্রযোজনায় কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউবে আজ শুক্রবার বিকেলে মুক্তি পেয়েছে ‘অতীতপুর’।
গল্পটি গ্রামীণ প্রেক্ষাপটের। নির্মাতা ইশানের পরিচালনায় এটি প্রথম নাটক। তিনি বলেন, ‘রোম্যান্টিক গল্প নির্ভর হলেও এটি দায়িত্ববোধের গল্প। দায়িত্ববোধ অনেক সময় সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। এমন সময় আসে যখন পরিবারের দায়িত্ববোধের কাছে ভালোবাসা ঠেকে যায়।’
শহুরে অতি আধুনিক কিংবা ম্যাচিউর প্রেমের পরিণতি বিয়েসহ বিভিন্ন রোম্যান্টিক নাটকে জুটি বাঁধতে দেখা গেছে ইয়াশ-তটিনীকে। এবার তাদের দেখা যাবে কলেজ পড়ুয়া ১৮ বছর বয়সের কাপলের চরিত্রে। পরিচালক বলেন, ‘১৮ বছর বয়সে প্রথম প্রেমে পড়লে যে অনুভূতিগুলো হয় সেগুলো উঠে আসবে। গল্প এভাবে সাজানো ইয়াশ তটিনীকে দর্শক নতুনভাবে দেখতে পাবে। নাটক দেখলে দর্শক বুঝতে পারবেন আসলে টুইস্টটা কোথায় রেখেছি।’
ফারহাদ আহমেদ ইশান বলেন, ‘আমার প্রথম নাটক হিসেবে ভালো করার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর গল্পটা আমাদের চারপাশের। আমার বিশ্বাস নতুন ইয়াশ-তটিনী জুটির পাশে নাটকের গল্পটি থেকে দর্শক পারিবারিক দায়িত্ববোধ ও ভালোবাসার টান অন্যরকমভাবে অনুভব করবে।’
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৫ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৭ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৮ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৯ ঘণ্টা আগে