Ajker Patrika

৯ টাকা মোহরানায় অভিনেত্রী চমকের বিয়ে

আপডেট : ২২ জুন ২০২৪, ১২: ৪৬
৯ টাকা মোহরানায় অভিনেত্রী চমকের বিয়ে

৯ টাকা মোহরানায় বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জানা গেছে, চমকের বরের নাম আজমান নাসির, পেশায় ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে তাঁকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।

বিয়ের ছবিতে চমককে খুব সাধারণভাবে দেখা গেছে। একটি মাদ্রাসায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবিতে তাঁদের সঙ্গে সেখানকার ছাত্রছাত্রীদেরও দেখা গেছে।

বিয়ের ছবি শেয়ার করে চমক লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার জন্য সৌভাগ্যের নম্বর, যেহেতু আমার জন্মদিন ৯ জুলাই, তাই আমরা মোহরানা ৯ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা দুজনই বিশ্বাস করি যে একটি সুখী বিবাহিত জীবনের জন্য অর্থ কখনোই গুরুত্বপূর্ণ নয়। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ভালোবাসা, যা আমাদের সারা জীবন একসঙ্গে রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

মাদ্রাসায় বরের সঙ্গে চমকচমক আরও লিখেছেন, ‘কাছের কিছু মানুষকে নিয়ে আমরা একটি সাধারণ বিয়ের আয়োজন করেছি, মাদ্রাসার বাচ্চাদের নিয়ে খেয়েছি। আমরা এটিকে সহজ ও সাধারণ রাখতে চেয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনেক ভালোবাসা।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আংটিবদল ও দ্রুতই বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এরপর ফেসবুক থেকেই জানা গেছে, শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গেছেন অভিনেত্রী। সঙ্গে আছেন তাঁর হবু বর। শুধু তা-ই নয়, এবারের ঈদ সেখানেই উদ্‌যাপন। সঙ্গীকে নিয়ে ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।

বরের সঙ্গে চমক। ছবি: ফেসবুকএরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকটি ছবি পোস্ট করেন চমক। যেখানে গায়েহলুদের সাজে দেখা গেছে অভিনেত্রী ও তাঁর হবু স্বামীকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজ কন্যার গায়েহলুদ, কাল কন্যার বিয়া।’

মাদ্রাসায় বরের সঙ্গে চমক। ছবি: ফেসবুকএর আগে এক ভিডিও বার্তায় চমক বলেছিলেন, ‘জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি, এটা মনে হয় অন্য কারও চিন্তার বিষয় হতে পারে না। অনেক বছর একসঙ্গে থাকার পরও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত