দেশব্যাপী শুরু হয়েছে প্রতিভা খোঁজার প্রতিযোগিতা ‘টফি স্টার সার্চ’। ইতিমধ্যে পাওয়া গেছে এ প্রতিযোগিতার সেরা ১১ জনকে। শীর্ষ ১১ থেকে সেরা বিজয়ীকে বেছে নেওয়ার জন্য চলছে ভোট পর্ব। স্টার সার্চ-এর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এগিয়ে এসেছে চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত পছন্দের প্রতিযোগিকে ভোট দেওয়া যাবে।
টফি অ্যাপ ও ফেসবুক পেজে পছন্দের প্রতিযোগির ফাইনাল পারফরম্যান্সের ভিডিও লাইক, রিঅ্যাক্ট ও শেয়ার করে ভোট দেওয়া যাবে। দর্শক আর বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে টফি স্টার সার্চ ঘোষণা করবে বিজয়ী, প্রথম এবং দ্বিতীয় রানারআপের নাম।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করবেন, তারা পাবেন যথাক্রমে ২৫, ১৫ এবং ১০ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কার। আগামী ১৮ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে স্টার সার্চ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
টফি স্টার সার্চ প্রতিযোগিতায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। আয়োজনটি নিয়ে টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছিল ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ ১১ প্রতিযোগী থেকে দেশ সেরা প্রতিভা খুঁজে পেতে আমরাও অপেক্ষায় আছি।’
দেশব্যাপী শুরু হয়েছে প্রতিভা খোঁজার প্রতিযোগিতা ‘টফি স্টার সার্চ’। ইতিমধ্যে পাওয়া গেছে এ প্রতিযোগিতার সেরা ১১ জনকে। শীর্ষ ১১ থেকে সেরা বিজয়ীকে বেছে নেওয়ার জন্য চলছে ভোট পর্ব। স্টার সার্চ-এর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এগিয়ে এসেছে চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত পছন্দের প্রতিযোগিকে ভোট দেওয়া যাবে।
টফি অ্যাপ ও ফেসবুক পেজে পছন্দের প্রতিযোগির ফাইনাল পারফরম্যান্সের ভিডিও লাইক, রিঅ্যাক্ট ও শেয়ার করে ভোট দেওয়া যাবে। দর্শক আর বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে টফি স্টার সার্চ ঘোষণা করবে বিজয়ী, প্রথম এবং দ্বিতীয় রানারআপের নাম।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করবেন, তারা পাবেন যথাক্রমে ২৫, ১৫ এবং ১০ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কার। আগামী ১৮ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে স্টার সার্চ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
টফি স্টার সার্চ প্রতিযোগিতায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। আয়োজনটি নিয়ে টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছিল ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ ১১ প্রতিযোগী থেকে দেশ সেরা প্রতিভা খুঁজে পেতে আমরাও অপেক্ষায় আছি।’
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
১৩ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
১৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
১৭ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
১৯ ঘণ্টা আগে