বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাহসান খানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি জনপ্রিয়তা পায়। এবার ইত্যাদির মঞ্চেও থাকছে চমক। কবির বকুলের লেখা ও ইমরানের সুর-সংগীতে গান গাইবেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি।
এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছোট পর্দা দিয়ে শুরু হলেও এখন পুরো মনোযোগ সিনেমা নিয়ে। এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত নতুন সিনেমা ‘জংলি’। চার বছর আগে প্রীতম হাসানের ‘খোকা’ গানটি কাভার করলেও এবারই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন সিয়াম। সিয়াম ও হিমি নিয়মিত অভিনয় করলেও এবারই প্রথম তাঁদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।
সিয়াম বলেন, ‘আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই আমাকে তাগাদা না দিলে হয়তো গাওয়া হতো না। এটা দর্শকদের জন্য আমার ঈদ উপহার।’
গানে সিয়াম নতুন হলেও হিমি কিন্তু নতুন নয়। সংগীতে তাঁর হাতেখড়ি সাধনা মিত্রের কাছে। ছোটবেলায় ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। তালিম নিয়েছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও। নাটকের গানেও পাওয়া গেছে হিমিকে।
ইত্যাদির এই গান নিয়ে হিমি বলেন, ‘ছোটবেলা থেকেই ইত্যাদি দেখার জন্য এক্সাইটেড থাকতাম। এ রকম একটা অনুষ্ঠানে নিজে অংশ হয়েছি, তা-ও আবার গানে! এই গানের ব্যাপারটা আমার জন্য খুবই নস্টালজিক। এ ছাড়া ইমরান ভাইয়ের কম্পোজিশনে প্রথমবার গাইলাম, বিষয়টা মজার ছিল। দারুণ এক অভিজ্ঞতা হলো ক্যারিয়ারে।’
ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
গত রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাহসান খানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি জনপ্রিয়তা পায়। এবার ইত্যাদির মঞ্চেও থাকছে চমক। কবির বকুলের লেখা ও ইমরানের সুর-সংগীতে গান গাইবেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি।
এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছোট পর্দা দিয়ে শুরু হলেও এখন পুরো মনোযোগ সিনেমা নিয়ে। এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত নতুন সিনেমা ‘জংলি’। চার বছর আগে প্রীতম হাসানের ‘খোকা’ গানটি কাভার করলেও এবারই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন সিয়াম। সিয়াম ও হিমি নিয়মিত অভিনয় করলেও এবারই প্রথম তাঁদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।
সিয়াম বলেন, ‘আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই আমাকে তাগাদা না দিলে হয়তো গাওয়া হতো না। এটা দর্শকদের জন্য আমার ঈদ উপহার।’
গানে সিয়াম নতুন হলেও হিমি কিন্তু নতুন নয়। সংগীতে তাঁর হাতেখড়ি সাধনা মিত্রের কাছে। ছোটবেলায় ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। তালিম নিয়েছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও। নাটকের গানেও পাওয়া গেছে হিমিকে।
ইত্যাদির এই গান নিয়ে হিমি বলেন, ‘ছোটবেলা থেকেই ইত্যাদি দেখার জন্য এক্সাইটেড থাকতাম। এ রকম একটা অনুষ্ঠানে নিজে অংশ হয়েছি, তা-ও আবার গানে! এই গানের ব্যাপারটা আমার জন্য খুবই নস্টালজিক। এ ছাড়া ইমরান ভাইয়ের কম্পোজিশনে প্রথমবার গাইলাম, বিষয়টা মজার ছিল। দারুণ এক অভিজ্ঞতা হলো ক্যারিয়ারে।’
ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
২৩ মিনিট আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১০ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১০ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১১ ঘণ্টা আগে