বৃহস্পতিবার সকাল থেকেই দেশের একাধিক সংবাদমাধ্যমের খবর, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় অভিনেত্রীর গায়েহলুদ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার বিয়ে সম্পন্ন হবে।
গতকাল বুধবার দিবাগত রাতে মৌসুমী হামিদের গায়েহলুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গুঞ্জন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন তিনি।
এদিকে ছবি ছড়ানোর পর তা বিয়ে নাকি শুটিংয়ের দৃশ্য জানার চেষ্টায় যোগাযোগ করা হয় মৌসুমী হামিদের সঙ্গে। অভিনেত্রীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি।
তবে দেশের সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, মৌসুমী হামিদের বর আবু সাইয়িদ রানাও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তিনি কাজ করেন ক্যামেরার পেছনে।
উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এ ছাড়াও মৌসুমী হামিদ অভিনীত সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই দেশের একাধিক সংবাদমাধ্যমের খবর, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় অভিনেত্রীর গায়েহলুদ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার বিয়ে সম্পন্ন হবে।
গতকাল বুধবার দিবাগত রাতে মৌসুমী হামিদের গায়েহলুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গুঞ্জন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন তিনি।
এদিকে ছবি ছড়ানোর পর তা বিয়ে নাকি শুটিংয়ের দৃশ্য জানার চেষ্টায় যোগাযোগ করা হয় মৌসুমী হামিদের সঙ্গে। অভিনেত্রীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি।
তবে দেশের সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, মৌসুমী হামিদের বর আবু সাইয়িদ রানাও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তিনি কাজ করেন ক্যামেরার পেছনে।
উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এ ছাড়াও মৌসুমী হামিদ অভিনীত সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে