বাংলাদেশের থিয়েটার চর্চায় নতুন নাটক রচনায় নিবেদিত রয়েছেন বাংলাদেশের অনেক নবীন-প্রবীন নাট্যকার। তাঁদের মেধা, মনন এবং সৃজনশীলতার উৎকর্ষসাধন ও বিকাশে পদ্ধতিগত শৈলী অন্বেষনে প্রাতিষ্ঠানিক বিজ্ঞজন এবং নাট্যশিল্পের অভিজ্ঞজনদের মধ্যে অভিজ্ঞতা ও ভাবনার বিনিময় আবশ্যক। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গত মঙ্গলবার (৯ আগষ্ট) থেকে বাংলাদেশের নাট্যকারের অংশগ্রহণে ৫দিন ব্যাপী ‘নাট্যরচনা বিষয়ক ভাবনা বিনিময় কর্মসভা’ শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকার জাতীয় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে কর্মসভার আয়োজন করা হয়।
কর্মসভা চলবে আগামী ১৩ আগষ্ট ২০২২ পর্যন্ত। ৪১ জন নবীন প্রবীন নাট্যকার এই কর্মশালায় যুক্ত হয়েছেন। এ কর্মসভার প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন মঞ্চসারথি আতাউর রহমান। আলোচক হিসেবে থাকছেন অধ্যাপক জামিল আহমেদ, লিয়াকত আলী লাকী, অধ্যাপক আবদুস সেলিম, মাসুম রেজা, তারিক আনাম খান, অধ্যাপক আহমদ রেজা, সারা যাকের, শিল্পী মুস্তাফা মনোয়ার, আতাউর রহমান, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক নারায়ন চন্দ্র বিশ্বাস, অসিম দাস, অধ্যাপক ইউসুফ হাসান অর্ক, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, খায়রুল আলম সবুজ, সাইদুর রহমান লিপন, অধ্যাপক সেলিম মোজাহার, অধ্যাপক ইস্রাফিল শাহীন, ড. রতন সিদ্দিকী, প্রদীপ দেওয়ানজ, দীপক চৌধুরী, সঞ্জীব বড়ূয়া, মলয় ভৌমিক এবং কলকাতা থেকে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন নাট্যকার মনোজ মিত্র এবং বিভাস চক্রবর্তী।
বাংলাদেশের থিয়েটার চর্চায় নতুন নাটক রচনায় নিবেদিত রয়েছেন বাংলাদেশের অনেক নবীন-প্রবীন নাট্যকার। তাঁদের মেধা, মনন এবং সৃজনশীলতার উৎকর্ষসাধন ও বিকাশে পদ্ধতিগত শৈলী অন্বেষনে প্রাতিষ্ঠানিক বিজ্ঞজন এবং নাট্যশিল্পের অভিজ্ঞজনদের মধ্যে অভিজ্ঞতা ও ভাবনার বিনিময় আবশ্যক। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গত মঙ্গলবার (৯ আগষ্ট) থেকে বাংলাদেশের নাট্যকারের অংশগ্রহণে ৫দিন ব্যাপী ‘নাট্যরচনা বিষয়ক ভাবনা বিনিময় কর্মসভা’ শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকার জাতীয় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে কর্মসভার আয়োজন করা হয়।
কর্মসভা চলবে আগামী ১৩ আগষ্ট ২০২২ পর্যন্ত। ৪১ জন নবীন প্রবীন নাট্যকার এই কর্মশালায় যুক্ত হয়েছেন। এ কর্মসভার প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন মঞ্চসারথি আতাউর রহমান। আলোচক হিসেবে থাকছেন অধ্যাপক জামিল আহমেদ, লিয়াকত আলী লাকী, অধ্যাপক আবদুস সেলিম, মাসুম রেজা, তারিক আনাম খান, অধ্যাপক আহমদ রেজা, সারা যাকের, শিল্পী মুস্তাফা মনোয়ার, আতাউর রহমান, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক নারায়ন চন্দ্র বিশ্বাস, অসিম দাস, অধ্যাপক ইউসুফ হাসান অর্ক, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, খায়রুল আলম সবুজ, সাইদুর রহমান লিপন, অধ্যাপক সেলিম মোজাহার, অধ্যাপক ইস্রাফিল শাহীন, ড. রতন সিদ্দিকী, প্রদীপ দেওয়ানজ, দীপক চৌধুরী, সঞ্জীব বড়ূয়া, মলয় ভৌমিক এবং কলকাতা থেকে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন নাট্যকার মনোজ মিত্র এবং বিভাস চক্রবর্তী।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১ দিন আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১ দিন আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১ দিন আগে