বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতি ঈদেই নাটকের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। এবারের ঈদেও প্রচারিত হবে একগুচ্ছ নাটক। এবার চট্টগ্রাম বিটিভিতে দেখা যাবে আবুল হায়াতের লেখা নাটক। ‘রনজিত গোধূলি’ নামের নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ঈদের দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই নাটক।
নাটকের গল্পে দেখা যাবে—চট্টগ্রামের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে বাবু আর রিন্টু নামের দুই বন্ধু। সেই সূত্রে রিন্টুর বোন সাবুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় বাবু। এ নিয়ে সাবুদের বাড়িতে তুলকালাম কাণ্ড। সাবুর বাবা অপমান করেন বাবুর বাবাকে। সেই ক্ষোভে তিনি ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন। বাবু আর সাবুর সম্পর্ক নষ্ট হয়।
৫০ বছর পর বাবুর কাছে আসে সাবুর ফোন। সাবু তাকে চট্টগ্রামে যাওয়ার আমন্ত্রণ জানায়। পরম বিস্মিত বাবু হঠাৎ এমন আমন্ত্রণের কারণ জানতে চায়। এরপর বাবু চট্টগ্রামে যাওয়ার পর ঘটতে থাকে নানা ঘটনা।
মো. ইয়াদ আহমেদের প্রযোজনায় নির্মিত ‘রনজিত গোধূলী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, হোসাইন নীরব, রাহনুমা নুরাইন তানহা, হাফিজুর রহমান সুরুজ, নওশীন ইসলাম, লিজা কারিমা, ইফরাদ আবেদ, রাজ সাগর প্রমুখ।
প্রতি ঈদেই নাটকের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। এবারের ঈদেও প্রচারিত হবে একগুচ্ছ নাটক। এবার চট্টগ্রাম বিটিভিতে দেখা যাবে আবুল হায়াতের লেখা নাটক। ‘রনজিত গোধূলি’ নামের নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ঈদের দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই নাটক।
নাটকের গল্পে দেখা যাবে—চট্টগ্রামের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে বাবু আর রিন্টু নামের দুই বন্ধু। সেই সূত্রে রিন্টুর বোন সাবুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় বাবু। এ নিয়ে সাবুদের বাড়িতে তুলকালাম কাণ্ড। সাবুর বাবা অপমান করেন বাবুর বাবাকে। সেই ক্ষোভে তিনি ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন। বাবু আর সাবুর সম্পর্ক নষ্ট হয়।
৫০ বছর পর বাবুর কাছে আসে সাবুর ফোন। সাবু তাকে চট্টগ্রামে যাওয়ার আমন্ত্রণ জানায়। পরম বিস্মিত বাবু হঠাৎ এমন আমন্ত্রণের কারণ জানতে চায়। এরপর বাবু চট্টগ্রামে যাওয়ার পর ঘটতে থাকে নানা ঘটনা।
মো. ইয়াদ আহমেদের প্রযোজনায় নির্মিত ‘রনজিত গোধূলী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, হোসাইন নীরব, রাহনুমা নুরাইন তানহা, হাফিজুর রহমান সুরুজ, নওশীন ইসলাম, লিজা কারিমা, ইফরাদ আবেদ, রাজ সাগর প্রমুখ।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
২ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে