অভিনেতা জাহিদ হাসান মাঝেমধ্যে প্রযোজনাও করেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজ্যুয়াল থেকে একক ও ধারাবাহিক নাটক প্রযোজনা করেন তিনি। এ প্রতিষ্ঠানের বেশির ভাগ কাজের পরিচালক থাকেন জাহিদ নিজেই। তবে পুষ্পিতা ভিজ্যুয়ালের নতুন ধারাবাহিক ‘অদল বদল’-এ জাহিদ হাসান ভরসা রেখেছেন নির্মাতা সোহেল রানার ওপর।
‘অদল বদল’-এ জাহিদ হাসান অভিনয়ও করছেন। এতে সহশিল্পী হিসেবে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন নাদিয়া আহমেদ। জাহিদ-নাদিয়ার পর্দা রসায়নের ঘটনা নতুন নয়। অসংখ্য ধারাবাহিক ও একক নাটকে একসঙ্গে দেখা গেছে তাঁদের। তবে ‘অদল বদল’-এর প্রেক্ষাপট ভিন্ন। নাদিয়া জানালেন, তিনি এতে এমন এক চরিত্রে অভিনয় করছেন, যারা পারিবারিকভাবে ডাকাতের বংশ।
আর জাহিদ হাসান অভিনয় করছেন দ্বৈত চরিত্রে। একজন শহরে থাকেন, আরেকজন গ্রামে। দুজনের চেহারায় প্রচণ্ড মিল। ঘটনাক্রমে তাঁদের ভেতরে অদল বদল ঘটে। এটিই এ ধারাবাহিকের মূল গল্প, জানিয়েছেন নাট্যকার শফিকুর রহমান শান্তনু। ‘অদল বদল’ মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার হলেও জাহিদ হাসানের অন্যান্য নাটকের মতো এটিতেও থাকবে কমেডির ছোঁয়া। ১ নভেম্বর থেকে পুবাইলে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং।
এ ধারাবাহিক ছাড়াও জাহিদ হাসানের আরেকটি কাজের খবর জানা গেছে কয়েক দিন আগে। নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। নাম ‘এই মুহূর্তে’। চরকির প্রযোজনায় তিনজন নির্মাতার তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে অ্যান্থলজি ছবিটি। জাহিদ হাসানকে দেখা যাবে ‘কল্পনা’ গল্পে। গল্পটি বানাচ্ছেন পিপলু আর খান। ‘এই মুহূর্তে’ ছবিতে অনেক দিন পর একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান ও সারা যাকেরকে।
অভিনেতা জাহিদ হাসান মাঝেমধ্যে প্রযোজনাও করেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজ্যুয়াল থেকে একক ও ধারাবাহিক নাটক প্রযোজনা করেন তিনি। এ প্রতিষ্ঠানের বেশির ভাগ কাজের পরিচালক থাকেন জাহিদ নিজেই। তবে পুষ্পিতা ভিজ্যুয়ালের নতুন ধারাবাহিক ‘অদল বদল’-এ জাহিদ হাসান ভরসা রেখেছেন নির্মাতা সোহেল রানার ওপর।
‘অদল বদল’-এ জাহিদ হাসান অভিনয়ও করছেন। এতে সহশিল্পী হিসেবে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন নাদিয়া আহমেদ। জাহিদ-নাদিয়ার পর্দা রসায়নের ঘটনা নতুন নয়। অসংখ্য ধারাবাহিক ও একক নাটকে একসঙ্গে দেখা গেছে তাঁদের। তবে ‘অদল বদল’-এর প্রেক্ষাপট ভিন্ন। নাদিয়া জানালেন, তিনি এতে এমন এক চরিত্রে অভিনয় করছেন, যারা পারিবারিকভাবে ডাকাতের বংশ।
আর জাহিদ হাসান অভিনয় করছেন দ্বৈত চরিত্রে। একজন শহরে থাকেন, আরেকজন গ্রামে। দুজনের চেহারায় প্রচণ্ড মিল। ঘটনাক্রমে তাঁদের ভেতরে অদল বদল ঘটে। এটিই এ ধারাবাহিকের মূল গল্প, জানিয়েছেন নাট্যকার শফিকুর রহমান শান্তনু। ‘অদল বদল’ মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার হলেও জাহিদ হাসানের অন্যান্য নাটকের মতো এটিতেও থাকবে কমেডির ছোঁয়া। ১ নভেম্বর থেকে পুবাইলে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং।
এ ধারাবাহিক ছাড়াও জাহিদ হাসানের আরেকটি কাজের খবর জানা গেছে কয়েক দিন আগে। নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। নাম ‘এই মুহূর্তে’। চরকির প্রযোজনায় তিনজন নির্মাতার তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে অ্যান্থলজি ছবিটি। জাহিদ হাসানকে দেখা যাবে ‘কল্পনা’ গল্পে। গল্পটি বানাচ্ছেন পিপলু আর খান। ‘এই মুহূর্তে’ ছবিতে অনেক দিন পর একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান ও সারা যাকেরকে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে