Ajker Patrika

মুস্তাফা মনোয়ার ও ডলি জহুরকে আজীবন সম্মাননা দেবে এটিএন বাংলা

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০: ০৯
মুস্তাফা মনোয়ার ও ডলি জহুরকে আজীবন সম্মাননা দেবে এটিএন বাংলা

এ বছরের ১৫ জুলাই প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ করেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি আজীবন সম্মাননা প্রদান করছে শিল্পী মুস্তাফা মনোয়ার ও অভিনেত্রী ডলি জহুরকে। ২২ জুলাই আয়োজিত ‘এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে তাঁদের।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই এটিএন বাংলার কার্যালয়ে চলে দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় কর্মসূচি। ২২ জুলাই শনিবার আয়োজন করা হচ্ছে ‘এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩’। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার শুরু করবে চ্যানেলটি। গুণীজনদের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। চ্যানেল থেকে জানানো হয়েছে, গণমাধ্যমে অবদানের জন্য মুস্তাফা মনোয়ারকে এবং অভিনয়ে অবদানের জন্য ডলি জহুরকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। এ ছাড়া এটিএন বাংলার বিভিন্ন বিভাগ ও শাখার কর্মীদের পুরস্কৃত করা হবে অনুষ্ঠানে। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে থাকবে এটিএন বাংলার কর্মীদের পরিবেশনায় নাচ ও গান।

ভাবনা আহমেদ ও অর্পা আহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ, ফয়সাল মাহমুদ ও মোশতাক হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত