Ajker Patrika

সুসময়ে তাসনিয়া ফারিণ

মীর রাকিব হাসান, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২১, ১১: ৩৮
Thumbnail image

গত ঈদে করোনার কারণে ফারিণের কাজের সংখ্যা কম ছিল। এর মধ্যে লম্বা সময় ধরে শুটিং করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। প্রায় মাসখানেক হলো প্রচার শুরু হয়েছে সিরিজটির। এখনো প্রশংসা পাচ্ছেন। এর জন্য কষ্টটাও কম করতে হয়নি। সাবিলা চরিত্রটির জন্য যেমন ওজন বাড়াতে হয়েছে, চরিত্রটি নিজের মাঝে ধারণ করতে বেশ বেগ পেতে হয়েছে। কারণ, এই চরিত্রের কোনো কিছুই ফারিণের জীবনে ঘটেনি। ফারিণ বললেন, ‘শুটিং শুরুর ১০ দিন আগে বাসা থেকে প্রতিদিন লোকেশন ভিজিট করতে যেতাম। চরিত্রটা বোঝার জন্যই বাসে যাতায়াত করেছি। কবিতা পড়েছি, ছাদে হেঁটেছি। সিরিজটি করার সময় আমি পুরোপুরি সাবিলা হয়ে ওঠার চেষ্টা করেছি।’

তাসনিয়া ফারিণশুটিং অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ফারিণ বলেন, ‘সত্যি বলতে, আমার কখনো মনে হয়নি যে আমি এত বড় একজন পরিচালকের সঙ্গে কাজ করছি। তবে একটা বিষয় খেয়াল করেছি, সরয়ার ভাই সব সময় অভিনয়শিল্পীর ভেতরটা দেখতে চান। মানে, চরিত্রটা বা দৃশ্যটা করার আগে তার ভেতরটা কতটা পরিবর্তন হয়েছে, তা তাঁর কাছে বেশ গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, তিনি আমাকে একটা সাইকেলে উঠিয়ে পেছন থেকে ধাক্কা দিয়েছেন, গাইড করেছেন। একসময় উনি ধাক্কা বন্ধ করলেও আমি সাইকেল চালিয়েছি। ভরসার এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ।’

এখন খানিকটা অবসরে তাসনিয়া ফারিণের। ঈদের আমেজে নিজের অভিনীত নাটক দেখছেন। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এবার ঈদে ২১টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। বেশির ভাগ নাটক প্রচার হয়ে গেছে। প্রশংসা পেয়ে খুদে বার্তাও পাচ্ছেন তিনি।

তাসনিয়া ফারিণসব সময় তো রোমান্টিক কিংবা রোমান্টিক-কমেডি নাটক করা হয়। তবে এবার পারিবারিক আবহের গল্প রয়েছে, সে রকম কাজকেই প্রাধান্য দিয়েছেন ফারিণ। তিনি বলেন, ‘রোমান্টিক কিংবা কমেডি গল্পেও কিছু করেছি। চেষ্টা করেছি সব ধরনের কাজের সঙ্গে থাকতে।’

ক্যারিয়ারের বয়স বাড়ছে, সঙ্গে বাড়ছে অভিনয়ের ম্যাচিউরিটিও। এই সময়ে এসে আরও সচেতনভাবে কাজ করতে চান ফারিণ। অতি সাবধানী পয়ে এগোতে চান সামনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত