শেষ হয়েছে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র সিজন ১৫। শেষ পর্বে এদিন মৌসুমের সবার সঙ্গে ফেলে আসা সুন্দর স্মৃতি রোমন্থন করেন অমিতাভ। বিদায় সংবর্ধনার সময় চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। আবেগপ্রবণ হয়ে সবার সামনেই কেঁদে ফেলেন বিগ বি।
গত এপ্রিল থেকে শুরু হওয়া শোটির শেষ পর্বের সম্প্রচার হয়েছে গতকাল ২৯ ডিসেম্বর। শেষ পর্বে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, তাঁর নাতনি সারা আলী খান ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।
আবেগতাড়িত হয়ে অমিতাভ বচ্চন এদিন বলেন, ‘সব নারী আর পুরুষ আমরা এবার আসছি। আগামীকাল থেকে এই স্টেজ আর সুন্দর করে সাজানো হবে না। যাঁরা এই শোর দর্শক, যাঁরা এটি দেখতে ভালোবাসতেন, তাঁদের জন্য বলছি, আগামীকাল থেকে আমরা আর আসব না। তবে সত্যি বলতে, এই কথাটা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হচ্ছে না।’ কান্নাজড়ানো কণ্ঠে অমিতাভ বলেন, ‘আমি অমিতাভ বচ্চন এই স্টেজে দাঁড়িয়ে শেষবারের মতো বলছি শুভরাত্রি, শুভরাত্রি।’
২০২৩-এর ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছিল ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৫’-এর সম্প্রচার। সেই সময় একমাত্র অমিতাভ বচ্চনই জানতেন গতকাল ২৯ ডিসেম্বর সিজনের সবশেষ পর্বের সম্প্রচার হবে।
‘কৌন বানেগা ক্রোড়পতি’র সেটে নিজের ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখের অনেক গল্প সামনে আনতেন অমিতাভ। তেমনি প্রতিযোগীদের জীবনের অনেক লড়াই-সংগ্রামের কথা উঠে এসেছে এতে। অমিতাভ সব সময় চেষ্টা করতেন সেটে সবাইকে হাসিখুশি রাখতে। কিন্তু, বিদায়বেলায় তাঁর মুখের সেই হাসিটাই কান্নায় রূপ নিল।
তবে যেতে যেতে আশা দেখিয়ে গিয়েছেন অমিতাভ। নতুন মৌসুমে আবারও দেখা হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। টেলিভিশনের পর্দায় আবার কবে দেখা যাবে, সেটা সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, অমিতাভকে সামনে বড় পর্দায় দেখা যাবে ‘কালকি ২৮৯৮ এডি’, ‘বাটারফ্লাই’ আর ‘ভেট্টাইয়ান’ সিনেমায়। ভেট্টাইয়ান সিনেমার মাধ্যমে তামিল মুভিতে ডেবিউ হচ্ছে তাঁর।
শেষ হয়েছে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র সিজন ১৫। শেষ পর্বে এদিন মৌসুমের সবার সঙ্গে ফেলে আসা সুন্দর স্মৃতি রোমন্থন করেন অমিতাভ। বিদায় সংবর্ধনার সময় চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। আবেগপ্রবণ হয়ে সবার সামনেই কেঁদে ফেলেন বিগ বি।
গত এপ্রিল থেকে শুরু হওয়া শোটির শেষ পর্বের সম্প্রচার হয়েছে গতকাল ২৯ ডিসেম্বর। শেষ পর্বে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, তাঁর নাতনি সারা আলী খান ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।
আবেগতাড়িত হয়ে অমিতাভ বচ্চন এদিন বলেন, ‘সব নারী আর পুরুষ আমরা এবার আসছি। আগামীকাল থেকে এই স্টেজ আর সুন্দর করে সাজানো হবে না। যাঁরা এই শোর দর্শক, যাঁরা এটি দেখতে ভালোবাসতেন, তাঁদের জন্য বলছি, আগামীকাল থেকে আমরা আর আসব না। তবে সত্যি বলতে, এই কথাটা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হচ্ছে না।’ কান্নাজড়ানো কণ্ঠে অমিতাভ বলেন, ‘আমি অমিতাভ বচ্চন এই স্টেজে দাঁড়িয়ে শেষবারের মতো বলছি শুভরাত্রি, শুভরাত্রি।’
২০২৩-এর ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছিল ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৫’-এর সম্প্রচার। সেই সময় একমাত্র অমিতাভ বচ্চনই জানতেন গতকাল ২৯ ডিসেম্বর সিজনের সবশেষ পর্বের সম্প্রচার হবে।
‘কৌন বানেগা ক্রোড়পতি’র সেটে নিজের ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখের অনেক গল্প সামনে আনতেন অমিতাভ। তেমনি প্রতিযোগীদের জীবনের অনেক লড়াই-সংগ্রামের কথা উঠে এসেছে এতে। অমিতাভ সব সময় চেষ্টা করতেন সেটে সবাইকে হাসিখুশি রাখতে। কিন্তু, বিদায়বেলায় তাঁর মুখের সেই হাসিটাই কান্নায় রূপ নিল।
তবে যেতে যেতে আশা দেখিয়ে গিয়েছেন অমিতাভ। নতুন মৌসুমে আবারও দেখা হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। টেলিভিশনের পর্দায় আবার কবে দেখা যাবে, সেটা সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, অমিতাভকে সামনে বড় পর্দায় দেখা যাবে ‘কালকি ২৮৯৮ এডি’, ‘বাটারফ্লাই’ আর ‘ভেট্টাইয়ান’ সিনেমায়। ভেট্টাইয়ান সিনেমার মাধ্যমে তামিল মুভিতে ডেবিউ হচ্ছে তাঁর।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
২ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১১ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১১ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৩ ঘণ্টা আগে