বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিকা আমিন। তাঁর জীবনসঙ্গীর নাম সাইফ বাসুনিয়া। তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী। আজ শুক্রবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিনেত্রীর বাসায় আকদ সম্পন্ন হয়। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর জানিয়েছেন তানজিকা আমিন।
২০১৮ সাল থেকে সাইফ বাসুনিয়ার সঙ্গে পরিচয় তানজিকার। পরিচয় গড়ায় বন্ধুত্ব ও প্রেমে। অবশেষে দুজনের বিয়ের মধ্য দিয়ে পরিণতি পেল সেই সম্পর্ক। তানজিকা বলেন, ‘সাইফকে ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাঁকে বিয়ে করব, এমনটা ভাবিনি। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’
বিয়েতে মায়ের শাড়ি পরেছিলেন তানজিকা। শুধু শাড়ি নয়, তানজিকার গয়নাও ছিল পুরোনো ডিজাইনের। তানজিকা আমিন বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর কথা ভেবেছিলাম, বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম ডিজাইন করেছে, সে পরামর্শ দিল বিয়েতে এই শাড়ি পড়লেই বেশি ভালো লাগবে। পরে এর সঙ্গে মানায় এমন ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে-ই বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশায় করা।’
একেবারে হুট করেই বিয়ের সিদ্ধান্ত হওয়ায় কোনো আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান তানজিকা। শিগগিরই সবাইকে নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা আছে তাঁর। এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৮ সালে নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তিনি।
বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিকা আমিন। তাঁর জীবনসঙ্গীর নাম সাইফ বাসুনিয়া। তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী। আজ শুক্রবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিনেত্রীর বাসায় আকদ সম্পন্ন হয়। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর জানিয়েছেন তানজিকা আমিন।
২০১৮ সাল থেকে সাইফ বাসুনিয়ার সঙ্গে পরিচয় তানজিকার। পরিচয় গড়ায় বন্ধুত্ব ও প্রেমে। অবশেষে দুজনের বিয়ের মধ্য দিয়ে পরিণতি পেল সেই সম্পর্ক। তানজিকা বলেন, ‘সাইফকে ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাঁকে বিয়ে করব, এমনটা ভাবিনি। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’
বিয়েতে মায়ের শাড়ি পরেছিলেন তানজিকা। শুধু শাড়ি নয়, তানজিকার গয়নাও ছিল পুরোনো ডিজাইনের। তানজিকা আমিন বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর কথা ভেবেছিলাম, বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম ডিজাইন করেছে, সে পরামর্শ দিল বিয়েতে এই শাড়ি পড়লেই বেশি ভালো লাগবে। পরে এর সঙ্গে মানায় এমন ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে-ই বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশায় করা।’
একেবারে হুট করেই বিয়ের সিদ্ধান্ত হওয়ায় কোনো আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান তানজিকা। শিগগিরই সবাইকে নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা আছে তাঁর। এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৮ সালে নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তিনি।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১১ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১১ ঘণ্টা আগে