বাংলাদেশেও বেশ জনপ্রিয় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় ৷ গান শোনাতে কয়েকবার এসেছেন বাংলাদেশে। এ দেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। এবার নাটকের জন্য গাইলেন অনুপম ৷
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘আদরে থেকো’ নাটকের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন অনুপম। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।
ঈদ উপলক্ষে আদরে থেকো নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। নির্মাতা বলেন, ‘প্রথম থেকেই এই নাটকটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। ঈদে দর্শকদের আলাদা কিছু দিতে চাইছিলাম। এ কারণেই অনুপম রায়ের কথা ভেবেছি। অনেকদিন আগে নিলয় ভাইয়ের সঙ্গে নাটকের গান নিয়ে আলোচনা করছিলাম। সে সময় তিনি জানতে চান, নাটকে অনুপম রায়কে দিয়ে গাওয়ানো সম্ভব কিনা। এরপর আমরা অনুপমের সঙ্গে যোগাযোগ করি। গানের কথা ও সুর শুনে তিনিও রাজি হয়ে গেলেন। আশা করি, নাটকের গান ও গল্প দুটিই দর্শকের ভালো লাগবে।’
নাটকের এই গান নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অনুপম। সেখানে তিনি বলেন, ‘অনেক দিন বাদে আমি গাইলাম বাংলাদেশের দর্শকদের জন্য; আসছে ঈদে মোহন আহমেদের আদরে থেকো ফিকশনে। যাতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। গানটি লিখেছেন প্রিতম আর সুর করেছেন অমিত চ্যাটার্জি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'
ঈদের পঞ্চম দিন এনএএফ (নাফ) ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন নিলয় আলমগীর।
বাংলাদেশেও বেশ জনপ্রিয় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় ৷ গান শোনাতে কয়েকবার এসেছেন বাংলাদেশে। এ দেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। এবার নাটকের জন্য গাইলেন অনুপম ৷
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘আদরে থেকো’ নাটকের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন অনুপম। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।
ঈদ উপলক্ষে আদরে থেকো নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। নির্মাতা বলেন, ‘প্রথম থেকেই এই নাটকটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। ঈদে দর্শকদের আলাদা কিছু দিতে চাইছিলাম। এ কারণেই অনুপম রায়ের কথা ভেবেছি। অনেকদিন আগে নিলয় ভাইয়ের সঙ্গে নাটকের গান নিয়ে আলোচনা করছিলাম। সে সময় তিনি জানতে চান, নাটকে অনুপম রায়কে দিয়ে গাওয়ানো সম্ভব কিনা। এরপর আমরা অনুপমের সঙ্গে যোগাযোগ করি। গানের কথা ও সুর শুনে তিনিও রাজি হয়ে গেলেন। আশা করি, নাটকের গান ও গল্প দুটিই দর্শকের ভালো লাগবে।’
নাটকের এই গান নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অনুপম। সেখানে তিনি বলেন, ‘অনেক দিন বাদে আমি গাইলাম বাংলাদেশের দর্শকদের জন্য; আসছে ঈদে মোহন আহমেদের আদরে থেকো ফিকশনে। যাতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। গানটি লিখেছেন প্রিতম আর সুর করেছেন অমিত চ্যাটার্জি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'
ঈদের পঞ্চম দিন এনএএফ (নাফ) ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন নিলয় আলমগীর।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
১৫ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১ দিন আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১ দিন আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১ দিন আগে