বাংলাদেশেও বেশ জনপ্রিয় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় ৷ গান শোনাতে কয়েকবার এসেছেন বাংলাদেশে। এ দেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। এবার নাটকের জন্য গাইলেন অনুপম ৷
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘আদরে থেকো’ নাটকের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন অনুপম। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।
ঈদ উপলক্ষে আদরে থেকো নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। নির্মাতা বলেন, ‘প্রথম থেকেই এই নাটকটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। ঈদে দর্শকদের আলাদা কিছু দিতে চাইছিলাম। এ কারণেই অনুপম রায়ের কথা ভেবেছি। অনেকদিন আগে নিলয় ভাইয়ের সঙ্গে নাটকের গান নিয়ে আলোচনা করছিলাম। সে সময় তিনি জানতে চান, নাটকে অনুপম রায়কে দিয়ে গাওয়ানো সম্ভব কিনা। এরপর আমরা অনুপমের সঙ্গে যোগাযোগ করি। গানের কথা ও সুর শুনে তিনিও রাজি হয়ে গেলেন। আশা করি, নাটকের গান ও গল্প দুটিই দর্শকের ভালো লাগবে।’
নাটকের এই গান নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অনুপম। সেখানে তিনি বলেন, ‘অনেক দিন বাদে আমি গাইলাম বাংলাদেশের দর্শকদের জন্য; আসছে ঈদে মোহন আহমেদের আদরে থেকো ফিকশনে। যাতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। গানটি লিখেছেন প্রিতম আর সুর করেছেন অমিত চ্যাটার্জি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'
ঈদের পঞ্চম দিন এনএএফ (নাফ) ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন নিলয় আলমগীর।
বাংলাদেশেও বেশ জনপ্রিয় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় ৷ গান শোনাতে কয়েকবার এসেছেন বাংলাদেশে। এ দেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। এবার নাটকের জন্য গাইলেন অনুপম ৷
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘আদরে থেকো’ নাটকের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন অনুপম। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।
ঈদ উপলক্ষে আদরে থেকো নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। নির্মাতা বলেন, ‘প্রথম থেকেই এই নাটকটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। ঈদে দর্শকদের আলাদা কিছু দিতে চাইছিলাম। এ কারণেই অনুপম রায়ের কথা ভেবেছি। অনেকদিন আগে নিলয় ভাইয়ের সঙ্গে নাটকের গান নিয়ে আলোচনা করছিলাম। সে সময় তিনি জানতে চান, নাটকে অনুপম রায়কে দিয়ে গাওয়ানো সম্ভব কিনা। এরপর আমরা অনুপমের সঙ্গে যোগাযোগ করি। গানের কথা ও সুর শুনে তিনিও রাজি হয়ে গেলেন। আশা করি, নাটকের গান ও গল্প দুটিই দর্শকের ভালো লাগবে।’
নাটকের এই গান নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অনুপম। সেখানে তিনি বলেন, ‘অনেক দিন বাদে আমি গাইলাম বাংলাদেশের দর্শকদের জন্য; আসছে ঈদে মোহন আহমেদের আদরে থেকো ফিকশনে। যাতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। গানটি লিখেছেন প্রিতম আর সুর করেছেন অমিত চ্যাটার্জি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'
ঈদের পঞ্চম দিন এনএএফ (নাফ) ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন নিলয় আলমগীর।
আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৬ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
১১ ঘণ্টা আগে