Ajker Patrika

‘টেক্কা’ দেবেন মৌসুমী?

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
‘টেক্কা’ দেবেন মৌসুমী?

মৌসুমী হামিদকে এই সময়ের টিভি নাটকের একজন ‘স্ট্রাগলিং’ অভিনেত্রী বলা যায়। কারণ, কয়েক বছর ধরে নাটকে তেমন ভালো চরিত্র তিনি পাচ্ছেন না। নাটকে যাঁদের চাহিদা বেশি, তাঁদের বেশির ভাগই নাকি চলেন সিন্ডিকেট সিস্টেমে। মানে অভিনয়শিল্পীরা আগে থেকেই ঠিক করে রাখেন কারা হবেন তাঁদের সহশিল্পী।

জুটি প্রথার নাম করে এমন চর্চা টিভি নাটকে চলছে কয়েক বছর ধরে। এই চর্চার বলি হয়েছেন মৌসুমী হামিদের মতো অনেকেই, যাঁরা সিন্ডিকেট মেনে চলেন না। তাই বছরজুড়ে অগুনতি নাটক নির্মাণ হলেও খুব কম কাজেই ডাক পেয়েছেন মৌসুমী হামিদ।

কিন্তু হাল ছাড়েননি মৌসুমী। চেষ্টা করেছেন। অপেক্ষা করেছেন। একটা ভালো কাজের তৃষ্ণা তাঁর সব সময়ই ছিল। বেশি কাজের প্রতিযোগিতায় না থেকে, এমন কিছু খুঁজেছেন, যেগুলো অভিনেত্রী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করবে।

মৌসুমী হামিদঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে মৌসুমী হামিদ বললেন, ‘যেমন কাজের অপেক্ষায় ছিলাম, এমন কাজ আমি পেয়েছি।’ কয়েক দিন ধরে তিনি একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ। তাঁর সহকর্মীরা অনেকে আগেই ওটিটি প্ল্যাটফর্মে পা ফেললেও মৌসুমী হামিদ এতদিন এ মাধ্যমে কাজ করেননি। এই প্রথম করছেন। গতকাল যখন তাঁর সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তখন তিনি শুটিং করছিলেন ঢাকার নারিন্দার একটি বাড়িতে।

জানালেন, ওয়েব সিরিজটির নাম ‘টেক্কা’। দুই ভাইবোনের গল্প। তাঁর ভাই হিসেবে অভিনয় করছেন শ্যামল মাওলা। সিরিজটি বানাচ্ছেন মেহেদি হাসান টিংকু। মৌসুমী হামিদ আশা করছেন, নামের মতোই সিরিজটি টেক্কা দেবে এই সময়ের ওটিটির বাজারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত