খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
মৌসুমী হামিদকে এই সময়ের টিভি নাটকের একজন ‘স্ট্রাগলিং’ অভিনেত্রী বলা যায়। কারণ, কয়েক বছর ধরে নাটকে তেমন ভালো চরিত্র তিনি পাচ্ছেন না। নাটকে যাঁদের চাহিদা বেশি, তাঁদের বেশির ভাগই নাকি চলেন সিন্ডিকেট সিস্টেমে। মানে অভিনয়শিল্পীরা আগে থেকেই ঠিক করে রাখেন কারা হবেন তাঁদের সহশিল্পী।
জুটি প্রথার নাম করে এমন চর্চা টিভি নাটকে চলছে কয়েক বছর ধরে। এই চর্চার বলি হয়েছেন মৌসুমী হামিদের মতো অনেকেই, যাঁরা সিন্ডিকেট মেনে চলেন না। তাই বছরজুড়ে অগুনতি নাটক নির্মাণ হলেও খুব কম কাজেই ডাক পেয়েছেন মৌসুমী হামিদ।
কিন্তু হাল ছাড়েননি মৌসুমী। চেষ্টা করেছেন। অপেক্ষা করেছেন। একটা ভালো কাজের তৃষ্ণা তাঁর সব সময়ই ছিল। বেশি কাজের প্রতিযোগিতায় না থেকে, এমন কিছু খুঁজেছেন, যেগুলো অভিনেত্রী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করবে।
ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে মৌসুমী হামিদ বললেন, ‘যেমন কাজের অপেক্ষায় ছিলাম, এমন কাজ আমি পেয়েছি।’ কয়েক দিন ধরে তিনি একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ। তাঁর সহকর্মীরা অনেকে আগেই ওটিটি প্ল্যাটফর্মে পা ফেললেও মৌসুমী হামিদ এতদিন এ মাধ্যমে কাজ করেননি। এই প্রথম করছেন। গতকাল যখন তাঁর সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তখন তিনি শুটিং করছিলেন ঢাকার নারিন্দার একটি বাড়িতে।
জানালেন, ওয়েব সিরিজটির নাম ‘টেক্কা’। দুই ভাইবোনের গল্প। তাঁর ভাই হিসেবে অভিনয় করছেন শ্যামল মাওলা। সিরিজটি বানাচ্ছেন মেহেদি হাসান টিংকু। মৌসুমী হামিদ আশা করছেন, নামের মতোই সিরিজটি টেক্কা দেবে এই সময়ের ওটিটির বাজারে।
মৌসুমী হামিদকে এই সময়ের টিভি নাটকের একজন ‘স্ট্রাগলিং’ অভিনেত্রী বলা যায়। কারণ, কয়েক বছর ধরে নাটকে তেমন ভালো চরিত্র তিনি পাচ্ছেন না। নাটকে যাঁদের চাহিদা বেশি, তাঁদের বেশির ভাগই নাকি চলেন সিন্ডিকেট সিস্টেমে। মানে অভিনয়শিল্পীরা আগে থেকেই ঠিক করে রাখেন কারা হবেন তাঁদের সহশিল্পী।
জুটি প্রথার নাম করে এমন চর্চা টিভি নাটকে চলছে কয়েক বছর ধরে। এই চর্চার বলি হয়েছেন মৌসুমী হামিদের মতো অনেকেই, যাঁরা সিন্ডিকেট মেনে চলেন না। তাই বছরজুড়ে অগুনতি নাটক নির্মাণ হলেও খুব কম কাজেই ডাক পেয়েছেন মৌসুমী হামিদ।
কিন্তু হাল ছাড়েননি মৌসুমী। চেষ্টা করেছেন। অপেক্ষা করেছেন। একটা ভালো কাজের তৃষ্ণা তাঁর সব সময়ই ছিল। বেশি কাজের প্রতিযোগিতায় না থেকে, এমন কিছু খুঁজেছেন, যেগুলো অভিনেত্রী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করবে।
ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে মৌসুমী হামিদ বললেন, ‘যেমন কাজের অপেক্ষায় ছিলাম, এমন কাজ আমি পেয়েছি।’ কয়েক দিন ধরে তিনি একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ। তাঁর সহকর্মীরা অনেকে আগেই ওটিটি প্ল্যাটফর্মে পা ফেললেও মৌসুমী হামিদ এতদিন এ মাধ্যমে কাজ করেননি। এই প্রথম করছেন। গতকাল যখন তাঁর সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তখন তিনি শুটিং করছিলেন ঢাকার নারিন্দার একটি বাড়িতে।
জানালেন, ওয়েব সিরিজটির নাম ‘টেক্কা’। দুই ভাইবোনের গল্প। তাঁর ভাই হিসেবে অভিনয় করছেন শ্যামল মাওলা। সিরিজটি বানাচ্ছেন মেহেদি হাসান টিংকু। মৌসুমী হামিদ আশা করছেন, নামের মতোই সিরিজটি টেক্কা দেবে এই সময়ের ওটিটির বাজারে।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১২ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৩ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৩ ঘণ্টা আগে