Ajker Patrika

এসএসসিতে রেজাল্ট ভালো না হওয়া শিক্ষার্থীদের সাহস দিলেন খায়রুল বাসার ও জোভান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
খায়রুল বাসার ও জোভান। ছবি: সংগৃহীত
খায়রুল বাসার ও জোভান। ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার প্রকাশ হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার রেজাল্ট। গত কয়েক বছরের তুলনায় এবার গড় পাসের হার কম। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যেসব শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়েছে, তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন ছোটপর্দার দুই অভিনেতা খায়রুল বাসার ও ফারহান আহমেদ জোভান।

রেজাল্ট খারাপ করা শিক্ষার্থীদের খায়রুল বাসার পরামর্শ দিলেন মন খারাপ না করে নতুন করে শুরু করার। ফেসবুকে খায়রুল বাসার লেখেন, ‘রেজাল্ট খুব বাজে হয়েছে বা ফেল করেছেন বলে মন খারাপ করবেন না। বরং খুব বেশি খুশি হয়ে এক-দুদিন রেস্ট নিয়ে নতুন করে দুর্দান্ত শুরু করুন। রেজাল্ট খারাপ হওয়ার চেয়েও খুব খারাপ কিছু হয় জীবনে। শুকরিয়া, আল্লাহ আপনাদের সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন।’

মন থেকে পরিশ্রম করলে আগামী দিনে রেজাল্ট ভালো হবে জানিয়ে খায়রুল বাসার লেখেন, ‘রেজাল্ট আর এই কাজ ওই কাজ এসব জীবনের কিছু উপলক্ষ মাত্র, সময়ের সঙ্গে আগে বা পরে আসবে, এই যা! মন থেকে চাইবেন, পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ আগামী দিন সুস্থ সুন্দর মনের সঙ্গে রেজাল্টও সুন্দর হবে।’

ছোটপর্দার আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভান এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন। ফেসবুকে এই অভিনেতা লেখেন, ‘রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা। কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত