মারা গেছেন মার্কিন অভিনেতা মার্ক মার্গোলিস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হেক্টর স্যালাম্যাঙ্কার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরে ‘বেটার কল সল’-এও অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, সম্প্রতি অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্গোলিস। সেখানেই গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে এই অভিনেতার।
মার্ক ‘ব্রেকিং ব্যাডে’ হেক্টর স্যালাম্যাঙ্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। হেক্টর যৌবনে ছিলেন মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। পরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজনের ষড়যন্ত্রে শরীরে বিষক্রিয়া হওয়ার পর থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েন তিনি। সারা শরীর নাড়ানোর ক্ষমতা না থাকলেও তার চেয়ারের সঙ্গে লাগানো থাকত একটি ঘণ্টা, সেটি বাজিয়েই লোকজনকে ডাকতেন তিনি।
নাকে নল, শরীর আটকে চাকা লাগানো চেয়ারে। তার মধ্যেই শুধু চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে দুরন্ত অভিনয় করেছিলেন মার্ক। তার অভিনয় দক্ষতাতেই হেক্টর টিভির ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রয়ে গেছেন। ২০১২ সালে সেই অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও বিভিন্ন সিনেমায় দেখা গেছে মার্ককে। ‘স্কারফেস’, ‘এস ভেঞ্চুরা’, ‘পেট ডিটেকটিভ’, ‘ব্ল্যাক সোয়ান’ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রেকিং ব্যাডে তাঁরসহ অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন এবং বব ওডেনকার্ক।
মারা গেছেন মার্কিন অভিনেতা মার্ক মার্গোলিস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হেক্টর স্যালাম্যাঙ্কার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরে ‘বেটার কল সল’-এও অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, সম্প্রতি অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্গোলিস। সেখানেই গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে এই অভিনেতার।
মার্ক ‘ব্রেকিং ব্যাডে’ হেক্টর স্যালাম্যাঙ্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। হেক্টর যৌবনে ছিলেন মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। পরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজনের ষড়যন্ত্রে শরীরে বিষক্রিয়া হওয়ার পর থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েন তিনি। সারা শরীর নাড়ানোর ক্ষমতা না থাকলেও তার চেয়ারের সঙ্গে লাগানো থাকত একটি ঘণ্টা, সেটি বাজিয়েই লোকজনকে ডাকতেন তিনি।
নাকে নল, শরীর আটকে চাকা লাগানো চেয়ারে। তার মধ্যেই শুধু চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে দুরন্ত অভিনয় করেছিলেন মার্ক। তার অভিনয় দক্ষতাতেই হেক্টর টিভির ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রয়ে গেছেন। ২০১২ সালে সেই অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও বিভিন্ন সিনেমায় দেখা গেছে মার্ককে। ‘স্কারফেস’, ‘এস ভেঞ্চুরা’, ‘পেট ডিটেকটিভ’, ‘ব্ল্যাক সোয়ান’ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রেকিং ব্যাডে তাঁরসহ অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন এবং বব ওডেনকার্ক।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১৯ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১৯ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১৯ ঘণ্টা আগে