জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। জানা গেছে, পাত্রী আমেরিকা প্রবাসী। নাম শাম্মা। যুক্তরাষ্ট্রের একটি গাড়ির প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
পারিবারিক আয়োজনেই অভিনেতার এ বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব। তিনি বলেন,‘আমার পরিবার প্রথম মেয়ে দেখেছে। তাঁরা পছন্দ করে আমাকে জানিয়েছে। আমি কথা বলে রাজি হয়েছি। বিয়ের প্ল্যানিং, প্রগ্রাম সবটাই পরিবার থেকে করা হচ্ছে। বিয়ে গোপনে করা যায় না। কেউ গোপনে রাখতে পারে না। বোকার মতো গোপনে বিয়ে করার কোন মানেও হয়না। ধর্মীয় বা সামাজিকভাবে এটা পাপও না। আমি তো খারাপ কিছু করতে যাচ্ছি না যেখানে লুকিয়ে রাখতে হবে।’
তিনি জানান, আগামীকাল ২ সেপ্টেম্বর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এ তারকা।
এটি অপূর্বের তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।
অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে অপূর্বর। অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। জানা গেছে, পাত্রী আমেরিকা প্রবাসী। নাম শাম্মা। যুক্তরাষ্ট্রের একটি গাড়ির প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
পারিবারিক আয়োজনেই অভিনেতার এ বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব। তিনি বলেন,‘আমার পরিবার প্রথম মেয়ে দেখেছে। তাঁরা পছন্দ করে আমাকে জানিয়েছে। আমি কথা বলে রাজি হয়েছি। বিয়ের প্ল্যানিং, প্রগ্রাম সবটাই পরিবার থেকে করা হচ্ছে। বিয়ে গোপনে করা যায় না। কেউ গোপনে রাখতে পারে না। বোকার মতো গোপনে বিয়ে করার কোন মানেও হয়না। ধর্মীয় বা সামাজিকভাবে এটা পাপও না। আমি তো খারাপ কিছু করতে যাচ্ছি না যেখানে লুকিয়ে রাখতে হবে।’
তিনি জানান, আগামীকাল ২ সেপ্টেম্বর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এ তারকা।
এটি অপূর্বের তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।
অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে অপূর্বর। অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।
সিনেমা এক ধরনের পরিষেবা—যেটির ওপর শুল্ক বসানো অনেক জটিল ব্যাপার। ট্রাম্প বলেছিলেন, বিদেশে বানানো সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। কিন্তু এটি কেবল সিনেমার ওপর হবে, নাকি সিরিজ, ভিজ্যুয়াল ইফেক্টস, বা যৌথ প্রযোজনার ওপরও আরোপ করা হবে—তা কেউ জানে না। ফলে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০ ঘণ্টা আগেগত বছর সৌদি আরবে রিয়াদ সিজনের পর সৌদি সরকারের আমন্ত্রণে এ বছর ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গান শোনান তিনি।
১ দিন আগেভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে আয়োজন করছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা।
১ দিন আগেঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে আমির খানের ‘সিতারে জমিন পার’। গত মাসেই জানা গিয়েছিল আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি। এবার প্রকাশ করা হলো সিনেমার ফার্স্ট লুক পোস্টার। এতে ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান; যাঁদের প্রত্যেকেই অপেক্ষায় আছেন বড় পর্দায় অভিষেকের।
১ দিন আগে