Ajker Patrika

বিটিভি ঢাকা কেন্দ্রের নতুন জিএম মাহফুজা

বিনোদন প্রতিবেদক
বিটিভি ঢাকা কেন্দ্রের নতুন জিএম মাহফুজা

বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের জিএম হয়েছেন নির্মাতা ও প্রযোজক মাহফুজা আক্তার। ৪ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাঁকে এই দায়িত্ব প্রদান করে। এর আগে তিনি চট্টগ্রাম কেন্দ্রের জিএম ছিলেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তথ্যচিত্র, নাটক, নারী ও শিশুবিষয়ক অনুষ্ঠান নির্মাণ করেন। টোকিও ডকস, কালারস অব এশিয়াসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন তিনি। কাজ করেছেন ইউনেস্কো, এবিইউ, ইবিইউ, টোকিও টকস, জাইকা, এনএইচকে ওয়ার্ল্ড, কেবিসি, এসবিএস, এবিসি অস্ট্রেলিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে।

২০০৭ সালে প্রযোজক হিসেবে বিটিভিতে কাজ শুরু করেন মাহফুজা। দায়িত্ব পালন করেন বিটিভির বিভিন্ন বিভাগে। ২০১৯ সাল পর্যন্ত তিনি জাইকা ও এটুআই-এর অর্থায়নে পরিচালিত মানবসম্পদ উন্নয়নমূলক অনুষ্ঠান বিষয়ক তিন বছর মেয়াদি একটি প্রকল্পের পরিচালক ছিলেন। প্রশিক্ষণ নিয়েছেন বিবিসি, এনএইচকে জাপান, এবিসি, এসবিসি অস্ট্রলিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। জার্মানির প্রিক্স জুনেস ফাউন্ডেশন আয়োজিত প্রিক্স জুনেস ইন্টারন্যাশনাল ২০২০ প্রতিযোগিতা ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত এবিইউ পুরস্কার ২০১৮-এ জুরি বোর্ডের সদস্য ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত