Ajker Patrika

বহুদিন পরে একসঙ্গে আফজাল-ফখরুল

বহুদিন পরে একসঙ্গে আফজাল-ফখরুল

নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। বহুমুখী প্রতিভার অধিকারী ও বহু গুণে গুণান্বিত শিল্পী। অন্যদিকে ফখরুল বাসারও গুণী অভিনেতা। আফজাল- ফখরুলের সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আফজাল হোসেন। তিনি লেখেন-

মাসুম, ফখরুল বাসার আর আমি বহুদিন পর একসাথে অভিনয় করছি। সম্পর্ক বন্ধুত্বের তাই দিনটা বিশেষ কেটেছে- তা নয়। আমাদের সম্পর্ক আরও লম্বা, বর্ণিল।

মিলি, মাসুমের বউ আমাদের ভাগ্নি। আমাদের মানে বিরাট এক পরিবারের। সে পরিবারের একজন মানিকভাই। তিনিই মিলির আসল মামা। মিলি আর মানিকভাইয়ের কারণে পরিবারে একজন আপাও পেয়ে যাই- যিনি মিলির মা।

আমাদের সে টগবগে যৌবনকালে সকলের আনন্দময় পরিচয় ছিল ঢাকা থিয়েটার।

কত স্মৃতি। দেখা হলে, একসাথে দীর্ঘ সময় কাটালে স্মৃতির এ দরজা ও দরজা খুলে হৈহৈ করে আসতেই থাকে।

আফজাল হোসেন ও ফখরুল বাসারসেই মানিকভাইয়ের কল্যানে জীবনে প্রথম অদ্ভুত এক আনন্দে জুটেছিল। আশির দশকের শুরুতে আমরা ঢাকা থিয়েটার লেখা টি শার্ট পরতে পেরেছিলাম।

আমাদের আপার মেয়েকে বিয়ে করে ফেলাতে মাসুমকে কিছুদিন ভাগ্নিজামাই ভাবা হয়। তারপর আবার ফিরে আসে যার যা পরিচয়।

জীবনের সেই ঝকঝকে কাল গতকাল দিনভর ইলিশ ধরার জালে রূপালী ইলিশের মতো লাফিয়েছে।

সে কালে দলে আরও একজন অভিভাবক শ্রেণীর বন্ধু ছিলেন- সৈয়দ সালাহউদ্দিন জাকী। জাকী ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক নির্মান করছেন। সে কারণেই এই একসাথে হওয়া।

দম বন্ধ বন্ধ হওয়া সময়ে এরকম উপলক্ষ্য পেলে খানিকটা নতুন শ্বাসে বুক ভরে নেয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত