Ajker Patrika

শুটকি পল্লীতে সজল-সারিকার প্রেম

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৮: ৪৭
Thumbnail image

আজ ঈদের সপ্তম দিন রাত ১১টায় এনটিভিতে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, বৈদ্যনাথ সাহা রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, এস এইচ সুমন প্রমুখ।গল্পে দেখা যাবে, সমুদ্রের জেলে বিধু আর মালার একমাত্র মেয়ে কিরন। বাপ এখন বেঁচে নেই। মালা তার মেয়েকে স্কুলে পড়িয়েছে। কিরন দেখতে একটু আলাদা। কিরনের সঙ্গে উমন নামের একটা ছেলের খুব ভাব আছে। উমন কাজ করে স্থানীয় এক আড়তে।

সারিকা ও সজলউমন একদিন একটা অদ্ভূত খবর নিয়ে আসে। ঢাকা থেকে কারা যেনো এসেছে কিরনের খোঁজে। তখনই জানা যায় কিরন মালার মেয়ে নয়। অনেক বছর আগে সমূদের পাড়ে কিরনকে খুঁজে পায় নিঃস্তান জেলে দম্পতি। তারপর থেকে কিরন এদের কাছেই বড় হয়। এতো বছর পর কাকতালীয়ভাবে কিরনের আসল বাবা তাদের মেয়ের খোঁজ পান। কিরনকে সঙ্গে নিতে চান। কিরন যেতে চায় না। কিরন রিসোর্টে এসে বাবার কাছ থাকে কয়েকটা দিন। উমন রোজ এসে কিরনের সঙ্গে দেখা করে। বাবা কিরনকে বুঝাতে চেষ্টা করে।

সজল ও সারিকাঢাকায় নিয়ে কলেজে ভর্তি করাবে বলে। কিন্তু কিরনের মন পড়ে থাকে জেলে পল্লিতে।এমন গল্প নিয়েই এগিয়ে চলে ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’ নাটকের গল্প। নাটকটি রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে কক্সবাজারের শুটকি পল্লী সহ বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত