Ajker Patrika

মা হয়েছেন শখ

মা হয়েছেন শখ

প্রথমবারের মতো মা হলেন এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন শখ। শখের মেয়ের নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। গত মাসে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি খবরটি জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন।

তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আনাহিতা রহমান আলিফ জন্ম নিয়েছে। মা-মেয়ে দু’জনই সুস্থ আছেন। কন্যা সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

মা হলেন এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ২০২০ সালের ১২ মে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শখ। শখের স্বামীর নাম আতিকুর রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝেমধ্যে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসায়ও থাকেন।

গত মাসেই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শখের বেবি শাওয়ার অনুষ্ঠান হয়। যেখানে মাতৃত্বকালীন সময়ের ছাপ দেখা যার শখের মধ্যে। তার শারীরিক গঠনেও বেশ পরিবর্তন দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শখের সেই ছবি ভাইরাল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত