বিনোদন প্রতিবেদক, ঢাকা
টানা ৫৪ দিন বিরতি শেষে জুনের শুরুতে অভিনয়ে ফিরেছিলেন মেহজাবীন চৌধুরী। এত দিন কাজের বাইরে সাধারণত থাকেন না এই তারকা। সেই থেকে তাঁর তুমুল ব্যস্ততা। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন মেহজাবীনকে শুটিংয়ে পেয়ে। সম্প্রতি আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। নিজের আর পরিবারের নিরাপত্তার কথা ভেবে তাই আবারও শুটিং বন্ধের ঘোষণা দিলেন মেহজাবীন। গত ২৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের শুটিং না করার কথা জানিয়ে দিলেন তিনি।
বিরতির এই সময়টা কীভাবে কাটাবেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ঈদের আগের এই সময়টা আামাদের সবচেয়ে ব্যস্ত থাকতে হয়। আর এমন সময় শুরু হয়েছে লকডাউন। গত বছর লকডাউনে টেনশনে কাজ করতে পরিনি। লকডাউনেও বাসায় আছি, পরিবারকে সময় দিচ্ছি।
প্রতিদিন কিছু না কিছু করার ট্রাই করছি। কিছু স্ক্রিপ্টও আছে হাতে, সেগুলো পড়ছি। নতুন নতুন রান্না শেখার চেষ্টা করছি। তা ছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু কাজ করব। সবার সঙ্গে যোগাযোগ রাখছি। সবার জন্য খুব টেনশন হচ্ছে। বাসায় বসে বসে নিজের পুরোনো নাটক দেখারও পরিকল্পনা আছে।’
‘চিরকাল আজ’, ‘শনির দশা’, ‘চুমকি চলেছে’, ‘চাঁপাবাজ আনলিমিটেড’ সহ এই ঈদে ১০টিরও বেশি নাটকে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।
টানা ৫৪ দিন বিরতি শেষে জুনের শুরুতে অভিনয়ে ফিরেছিলেন মেহজাবীন চৌধুরী। এত দিন কাজের বাইরে সাধারণত থাকেন না এই তারকা। সেই থেকে তাঁর তুমুল ব্যস্ততা। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন মেহজাবীনকে শুটিংয়ে পেয়ে। সম্প্রতি আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। নিজের আর পরিবারের নিরাপত্তার কথা ভেবে তাই আবারও শুটিং বন্ধের ঘোষণা দিলেন মেহজাবীন। গত ২৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের শুটিং না করার কথা জানিয়ে দিলেন তিনি।
বিরতির এই সময়টা কীভাবে কাটাবেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ঈদের আগের এই সময়টা আামাদের সবচেয়ে ব্যস্ত থাকতে হয়। আর এমন সময় শুরু হয়েছে লকডাউন। গত বছর লকডাউনে টেনশনে কাজ করতে পরিনি। লকডাউনেও বাসায় আছি, পরিবারকে সময় দিচ্ছি।
প্রতিদিন কিছু না কিছু করার ট্রাই করছি। কিছু স্ক্রিপ্টও আছে হাতে, সেগুলো পড়ছি। নতুন নতুন রান্না শেখার চেষ্টা করছি। তা ছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু কাজ করব। সবার সঙ্গে যোগাযোগ রাখছি। সবার জন্য খুব টেনশন হচ্ছে। বাসায় বসে বসে নিজের পুরোনো নাটক দেখারও পরিকল্পনা আছে।’
‘চিরকাল আজ’, ‘শনির দশা’, ‘চুমকি চলেছে’, ‘চাঁপাবাজ আনলিমিটেড’ সহ এই ঈদে ১০টিরও বেশি নাটকে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৭ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৯ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১ দিন আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১ দিন আগে