রোমান্টিক গল্পের নাটক নির্মাণে সুনাম কুড়িয়েছেন মিজানুর রহমান আরিয়ান। বানিয়েছেন ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘ব্যাচ ২৭’-এর মতো জনপ্রিয় নাটক। ওটিটিতে ব্যস্ত হওয়ায় নাটক নির্মাণে সময় দিতে পারছেন না তিনি। এমনকি বছরের দুই ঈদেও ছিল না আরিয়ানের নাটক। সর্বশেষ গত বছর নাটক নির্মাণ করেছিলেন তিনি। বিরতি কাটিয়ে আবারও নাটক নির্মাণ করছেন আরিয়ান। ফিরছেন তাঁর চেনা জনরার ভালোবাসার গল্প নিয়েই। নাম ‘সে বসে একা’। ত্রিভুজ প্রেমের গল্পে দেখা যাবে নতুন প্রজন্মের তিন অভিনয়শিল্পী ইয়াশ রোহান, খায়রুল বাশার ও তানজিম সাইয়ারা তটিনীকে। ইয়াশ ও খায়রুল বাশারকে আরিয়ানের পরিচালনায় দেখা গেলেও প্রথমবারের মতো কাজ করছেন তটিনী।
নতুন নাটক নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘বছরে দুটি সিনেমা নির্মাণ করছি। সামনেও এ পরিকল্পনা ধরে রেখেই এগোনোর চেষ্টা করব। একটা সিনেমা বানাতে ছয় মাস লেগে যায়। তাই নাটক বানানোর সুযোগ হচ্ছিল না। অথচ নাটকেও আমার বিশাল দর্শক আছে যারা আমার কাজ দেখতে চায়। তাই সিদ্ধান্ত নিয়েছি, দুটি সিনেমা নির্মাণের মাঝে বছরে দুটি নাটকও বানাব। এ বছরের প্রথম নাটকটি সে বসে একা। প্রেমের গল্পের এই নাটকে দুটি গান থাকছে। আশা করি দর্শক আমার কাছ থেকে যেমন নাটক দেখতে চায়, তেমন নাটক উপহার দিতে পারব।’
নির্মাতা জানালেন নাটকটি প্রথমে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। এরপর প্রকাশ পাবে ইউটিউব চ্যানেলে।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে আরিয়ানের ওয়েব সিনেমা ‘পুনর্মিলনে’ ও ‘ফ্লাইট ২২৭’। কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পুনর্মিলনে’। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে ফ্লাইট ২২৭। নির্মাতা জানিয়েছেন, এ সিনেমার বিষয়বস্তু জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডি! তবে কারা অভিনয় করছেন তা জানাননি।
রোমান্টিক গল্পের নাটক নির্মাণে সুনাম কুড়িয়েছেন মিজানুর রহমান আরিয়ান। বানিয়েছেন ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘ব্যাচ ২৭’-এর মতো জনপ্রিয় নাটক। ওটিটিতে ব্যস্ত হওয়ায় নাটক নির্মাণে সময় দিতে পারছেন না তিনি। এমনকি বছরের দুই ঈদেও ছিল না আরিয়ানের নাটক। সর্বশেষ গত বছর নাটক নির্মাণ করেছিলেন তিনি। বিরতি কাটিয়ে আবারও নাটক নির্মাণ করছেন আরিয়ান। ফিরছেন তাঁর চেনা জনরার ভালোবাসার গল্প নিয়েই। নাম ‘সে বসে একা’। ত্রিভুজ প্রেমের গল্পে দেখা যাবে নতুন প্রজন্মের তিন অভিনয়শিল্পী ইয়াশ রোহান, খায়রুল বাশার ও তানজিম সাইয়ারা তটিনীকে। ইয়াশ ও খায়রুল বাশারকে আরিয়ানের পরিচালনায় দেখা গেলেও প্রথমবারের মতো কাজ করছেন তটিনী।
নতুন নাটক নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘বছরে দুটি সিনেমা নির্মাণ করছি। সামনেও এ পরিকল্পনা ধরে রেখেই এগোনোর চেষ্টা করব। একটা সিনেমা বানাতে ছয় মাস লেগে যায়। তাই নাটক বানানোর সুযোগ হচ্ছিল না। অথচ নাটকেও আমার বিশাল দর্শক আছে যারা আমার কাজ দেখতে চায়। তাই সিদ্ধান্ত নিয়েছি, দুটি সিনেমা নির্মাণের মাঝে বছরে দুটি নাটকও বানাব। এ বছরের প্রথম নাটকটি সে বসে একা। প্রেমের গল্পের এই নাটকে দুটি গান থাকছে। আশা করি দর্শক আমার কাছ থেকে যেমন নাটক দেখতে চায়, তেমন নাটক উপহার দিতে পারব।’
নির্মাতা জানালেন নাটকটি প্রথমে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। এরপর প্রকাশ পাবে ইউটিউব চ্যানেলে।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে আরিয়ানের ওয়েব সিনেমা ‘পুনর্মিলনে’ ও ‘ফ্লাইট ২২৭’। কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পুনর্মিলনে’। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে ফ্লাইট ২২৭। নির্মাতা জানিয়েছেন, এ সিনেমার বিষয়বস্তু জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডি! তবে কারা অভিনয় করছেন তা জানাননি।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১৯ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১৯ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১৯ ঘণ্টা আগে