কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন। এবার এই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। বিচার চাওয়ার পাশাপাশি এত দিন চুপ থাকার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
ফেসবুকে শবনম ফারিয়া লেখেন, ‘আমি ক্ষমাপ্রার্থী! গত ৪ দিন আমি ২/৪টা স্টোরি দেওয়া ছাড়া কোন কিছু লেখার সাহস পাচ্ছিলাম না! আমি ভিতু, আমাকে গালি দেন। গালির জবাবে কিছু বলার মুখ আমার নাই। বাবা নাই, মার বয়স ৭০ এর কাছাকাছি, আমাকে নিয়ে আমার মা আর দুই বোনের কম পোহানি পোহাতে হয় নাই, নতুন করে আমাকে নিয়ে কোনো ঝামেলায় তারা পরুক, আমি চাই না। আমি চুপ থাকাই বেষ্ট অপসন ভেবে ঘরে বসে আছি। মেয়ে মানুষ, তার উপর মিডিয়াতে কাজ করতাম, আমাকে গালি দেওয়া কিংবা খারাপ কথা বলারতো লাইসেন্সই আছে।’
ফারিয়া আরও লেখেন, ‘আজকে চুপ থাকা বেশ কঠিন হয়ে যাচ্ছে, নিজের কাছে নিজেকে ছোট লাগছে, নিজেকে বড় বেশি মেরুদণ্ডহীন মনে হচ্ছে। আজকে আমার নিজের ইউনিভার্সিটির ছোট ভাইয়েরা মারা গেছে! ভাই বিশ্বাস করেন আমরা আইইউবির স্টুডেন্টরা আসলেই ফার্মের মুরগি, আমরা ক্যাম্পাসে ৩০টাকা দিয়ে শিঙারা খাই, তাও প্রতিবাদ করি না যে এত দাম কেন? এরা সরকারি চাকরি কেউ করবে না! ওরা রাস্তায় দেশের জন্য নেমেছে! অন্য ভাইদের জন্য নেমেছে। ভ্রাতৃত্ব, ইনস্টিটিউশনাল প্রাইডের ঊর্ধ্বে। তাই বলে আমাদের ছোট ভাইগুলোকে মেরে ফেলবে? কেউ কোনো কিছুর দাবি করতে পারবে না? মেরে ফেলা লাগবে? মেরে ফেলা সমস্যার সমাধান? মানুষের জীবনের কোন দাম নাই?’
বিচার চেয়ে ফারিয়া লেখেন, ‘আমি আসলেই রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু বুঝতে চাই আমার ছোট ভাইগুলোকে কেন মারা হইলো? আমি এর জবাব চাই। আমি এর বিচার চাই। মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন, আমি নিশ্চিত তাঁরা নিজেরাও এখন বিব্রত! তাঁদের সম্মান জানাতে গিয়ে এই ধরনের বর্বরতা! এইটা কেমন সম্মান রে ভাই? এতগুলো বাচ্চাকে জাস্ট মেরে ফেলল? আর কোন সমাধান ছিল না? মেরে ফেলা লাগবে, ওরা এত বড় সন্ত্রাসী ছিল?’
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন। এবার এই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। বিচার চাওয়ার পাশাপাশি এত দিন চুপ থাকার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
ফেসবুকে শবনম ফারিয়া লেখেন, ‘আমি ক্ষমাপ্রার্থী! গত ৪ দিন আমি ২/৪টা স্টোরি দেওয়া ছাড়া কোন কিছু লেখার সাহস পাচ্ছিলাম না! আমি ভিতু, আমাকে গালি দেন। গালির জবাবে কিছু বলার মুখ আমার নাই। বাবা নাই, মার বয়স ৭০ এর কাছাকাছি, আমাকে নিয়ে আমার মা আর দুই বোনের কম পোহানি পোহাতে হয় নাই, নতুন করে আমাকে নিয়ে কোনো ঝামেলায় তারা পরুক, আমি চাই না। আমি চুপ থাকাই বেষ্ট অপসন ভেবে ঘরে বসে আছি। মেয়ে মানুষ, তার উপর মিডিয়াতে কাজ করতাম, আমাকে গালি দেওয়া কিংবা খারাপ কথা বলারতো লাইসেন্সই আছে।’
ফারিয়া আরও লেখেন, ‘আজকে চুপ থাকা বেশ কঠিন হয়ে যাচ্ছে, নিজের কাছে নিজেকে ছোট লাগছে, নিজেকে বড় বেশি মেরুদণ্ডহীন মনে হচ্ছে। আজকে আমার নিজের ইউনিভার্সিটির ছোট ভাইয়েরা মারা গেছে! ভাই বিশ্বাস করেন আমরা আইইউবির স্টুডেন্টরা আসলেই ফার্মের মুরগি, আমরা ক্যাম্পাসে ৩০টাকা দিয়ে শিঙারা খাই, তাও প্রতিবাদ করি না যে এত দাম কেন? এরা সরকারি চাকরি কেউ করবে না! ওরা রাস্তায় দেশের জন্য নেমেছে! অন্য ভাইদের জন্য নেমেছে। ভ্রাতৃত্ব, ইনস্টিটিউশনাল প্রাইডের ঊর্ধ্বে। তাই বলে আমাদের ছোট ভাইগুলোকে মেরে ফেলবে? কেউ কোনো কিছুর দাবি করতে পারবে না? মেরে ফেলা লাগবে? মেরে ফেলা সমস্যার সমাধান? মানুষের জীবনের কোন দাম নাই?’
বিচার চেয়ে ফারিয়া লেখেন, ‘আমি আসলেই রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু বুঝতে চাই আমার ছোট ভাইগুলোকে কেন মারা হইলো? আমি এর জবাব চাই। আমি এর বিচার চাই। মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন, আমি নিশ্চিত তাঁরা নিজেরাও এখন বিব্রত! তাঁদের সম্মান জানাতে গিয়ে এই ধরনের বর্বরতা! এইটা কেমন সম্মান রে ভাই? এতগুলো বাচ্চাকে জাস্ট মেরে ফেলল? আর কোন সমাধান ছিল না? মেরে ফেলা লাগবে, ওরা এত বড় সন্ত্রাসী ছিল?’
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৩ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৬ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
৯ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
৯ ঘণ্টা আগে