গত ২ সেপ্টেম্বর বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। বিয়ের পর লম্বা বিরতিতে গিয়েছিলেন এই অভিনেতা। এক-দুই সপ্তাহ নয়, টানা প্রায় দুই মাস! নতুন জীবন গোছাতে এবং পরিবারকে সময় দিতেই এই বিরতি। বিরতি কাটিয়ে এবার শুটিংয়ে ফিরলেন অপূর্ব।
গতকাল বৃহস্পতিবার থেকে অপূর্ব অংশ নিয়েছেন ‘লাভ এন্ড ওয়ার’ নাটকের শুটিংয়ে। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। অপূর্বর বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।
দুই মাসের শুটিং বিরতি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নাটকের শুটিংয়ে প্রায় সারা বছরই ব্যস্ত থাকতে হয়। চাইলেও ছুটি নেওয়া সম্ভব হয় না। নিজের একটু বিশ্রাম এবং পরিবারকে সময় দেওয়ার জন্য এ বিরতিটা দরকার ছিল। রিফ্রেশ মাইন্ডে নতুন করে কাজ শুরু করতে পারছি। তবে অনেক দিন পর কাজে ফেরার কারণে ভিন্ন এক অনুভূতি হচ্ছে। আমার স্কুলজীবনের কথা মনে পড়ছে খুব। মনে হচ্ছে যেন প্রথম দিন পরীক্ষা দিতে বসেছি। ভালো লাগছে আবারও সেই ঘর আর প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে।’
বিয়ের পর অপূর্বর প্রথম শুটিং। পুরো ইউনিট তাঁকে বরণ করেছে ফুলেল শুভেচ্ছায়। ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে অপূর্বকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছেন পরিচালক সৈয়দ শাকিল।
গত আগস্ট মাসের শেষের দিকে সবশেষ শুটিং করেছিলেন অপূর্ব। এরপর ২ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাম্মা দেওয়ানকে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
গত ২ সেপ্টেম্বর বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। বিয়ের পর লম্বা বিরতিতে গিয়েছিলেন এই অভিনেতা। এক-দুই সপ্তাহ নয়, টানা প্রায় দুই মাস! নতুন জীবন গোছাতে এবং পরিবারকে সময় দিতেই এই বিরতি। বিরতি কাটিয়ে এবার শুটিংয়ে ফিরলেন অপূর্ব।
গতকাল বৃহস্পতিবার থেকে অপূর্ব অংশ নিয়েছেন ‘লাভ এন্ড ওয়ার’ নাটকের শুটিংয়ে। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। অপূর্বর বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।
দুই মাসের শুটিং বিরতি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নাটকের শুটিংয়ে প্রায় সারা বছরই ব্যস্ত থাকতে হয়। চাইলেও ছুটি নেওয়া সম্ভব হয় না। নিজের একটু বিশ্রাম এবং পরিবারকে সময় দেওয়ার জন্য এ বিরতিটা দরকার ছিল। রিফ্রেশ মাইন্ডে নতুন করে কাজ শুরু করতে পারছি। তবে অনেক দিন পর কাজে ফেরার কারণে ভিন্ন এক অনুভূতি হচ্ছে। আমার স্কুলজীবনের কথা মনে পড়ছে খুব। মনে হচ্ছে যেন প্রথম দিন পরীক্ষা দিতে বসেছি। ভালো লাগছে আবারও সেই ঘর আর প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে।’
বিয়ের পর অপূর্বর প্রথম শুটিং। পুরো ইউনিট তাঁকে বরণ করেছে ফুলেল শুভেচ্ছায়। ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে অপূর্বকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছেন পরিচালক সৈয়দ শাকিল।
গত আগস্ট মাসের শেষের দিকে সবশেষ শুটিং করেছিলেন অপূর্ব। এরপর ২ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাম্মা দেওয়ানকে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১৬ মিনিট আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
২৩ মিনিট আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
২৮ মিনিট আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
৩৩ মিনিট আগে