বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে অভিনয় করবেন পরীমণি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ তারিক আনামের নাম যুক্ত হলো। পরিচালক জানিয়েছেন, পরীমনির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।
চয়নিকা বলেন, ‘নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত–সবখানেই একজন করে পুরুষ মার্ডারার পাওয়া যাবে। যারা সম্পর্ক খুন করে। এমন একটি চরিত্রের জন্য আমার তারিক আনাম খান ছাড়া আর কারও কথা মাথায় আসেনি।’
পরীমণি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে চয়নিকা বলেন, ‘মার্ডারার বোঝাতে আমার এমন একটি গম্ভীর, দেখে ভয় করে ধরনের চরিত্র প্রয়োজন ছিল। এখানে বয়সের পার্থক্য অন্যতম প্রধান বিষয় ও গুরুত্বপূর্ণ নিয়ামক।’
চয়নিকা বলেন, ‘তারিক ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। আমরা বহুদিনের পরিচিত। এখানে পরীর চরিত্রের নাম অর্পিতা। তাঁর স্বামী হিসেবে দেখা যাবে। উনার নাম জসিম। এই চরিত্রটি নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। কারণ, চলচ্চিত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জসিম বনেদি পরিবারের মানুষ, ব্যবসায়ী। চরিত্রটিতে তারিক ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে।’
তারিক আনাম খানকে এর আগেও এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অনন্য মামুনের ‘মেকআপ’ ও ‘আবার বসন্ত’ ছবিতে এ প্রজন্মের নায়িকাদের বিপরীতে ছিলেন তিনি। ‘আবার বসন্ত’-তে অর্চিতা স্পর্শিয়ার নায়ক ছিলেন তারিক। ছবিটির জন্য গত বছরের শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারও পান তিনি।
পরিচালক চয়নিকা জানান, পরীমণির চরিত্র অর্পিতা একটি বনেদি হিন্দু পরিবারের বউ। স্বামী জসিম ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন, তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাও উঠে আসবে।
সব ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। ‘অন্তরাল’ ওয়েব ফিল্মটি কোন ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ পাবে তা এখনো জানাননি পরিচালক।
জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে অভিনয় করবেন পরীমণি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ তারিক আনামের নাম যুক্ত হলো। পরিচালক জানিয়েছেন, পরীমনির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে।
চয়নিকা বলেন, ‘নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত–সবখানেই একজন করে পুরুষ মার্ডারার পাওয়া যাবে। যারা সম্পর্ক খুন করে। এমন একটি চরিত্রের জন্য আমার তারিক আনাম খান ছাড়া আর কারও কথা মাথায় আসেনি।’
পরীমণি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে চয়নিকা বলেন, ‘মার্ডারার বোঝাতে আমার এমন একটি গম্ভীর, দেখে ভয় করে ধরনের চরিত্র প্রয়োজন ছিল। এখানে বয়সের পার্থক্য অন্যতম প্রধান বিষয় ও গুরুত্বপূর্ণ নিয়ামক।’
চয়নিকা বলেন, ‘তারিক ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। আমরা বহুদিনের পরিচিত। এখানে পরীর চরিত্রের নাম অর্পিতা। তাঁর স্বামী হিসেবে দেখা যাবে। উনার নাম জসিম। এই চরিত্রটি নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। কারণ, চলচ্চিত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জসিম বনেদি পরিবারের মানুষ, ব্যবসায়ী। চরিত্রটিতে তারিক ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে।’
তারিক আনাম খানকে এর আগেও এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অনন্য মামুনের ‘মেকআপ’ ও ‘আবার বসন্ত’ ছবিতে এ প্রজন্মের নায়িকাদের বিপরীতে ছিলেন তিনি। ‘আবার বসন্ত’-তে অর্চিতা স্পর্শিয়ার নায়ক ছিলেন তারিক। ছবিটির জন্য গত বছরের শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারও পান তিনি।
পরিচালক চয়নিকা জানান, পরীমণির চরিত্র অর্পিতা একটি বনেদি হিন্দু পরিবারের বউ। স্বামী জসিম ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন, তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাও উঠে আসবে।
সব ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। ‘অন্তরাল’ ওয়েব ফিল্মটি কোন ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ পাবে তা এখনো জানাননি পরিচালক।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৬ মিনিট আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
১ ঘণ্টা আগে