Ajker Patrika

২৩ বছরে চ্যানেল আই

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৪: ৩৪
২৩ বছরে চ্যানেল আই

আজ ১ অক্টোবর চ্যানেল আইয়ের  জন্মদিন। পথ চলার ২২ বছর পার করে ২৩ বছরে পা রাখল বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’। এবারের স্লোগান হৃদয়ে বাংলাদেশ নিয়ে ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩-এ’। চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

১ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে জন্মদিন উদ্‌যাপন। দিনভর চ্যানেল আইয়ের পর্দায় থাকছে নানা আয়োজন।

বেলা ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী থাকছে চ্যানেল আই স্টুডিও থেকে উৎসব উদ্‌যাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। বেলা ৩টা ৫ মিনিটে থাকছে আজম খানের রচনা ও শুভ্রত চক্রবর্তীর পরিচালনায় টেলিফিল্ম ‘জলরঙের মানুষ’। অভিনয়ে জাকিয়া বারী মম, ইমন, শেলী আহমেদ, সঞ্জয় রাজ প্রমুখ। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রয়েছে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রকৃতি ও জীবন-এর বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এবারের পর্ব ‘যুক্তরাষ্ট্রের জীববৈচিত্র্য নিয়ে বিশেষ অনুষ্ঠান’। রাত ৮টায় রয়েছে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় আরফান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুনর্জন্ম-২’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত