Ajker Patrika

আরটিভিতে আগামীকাল থেকে নতুন ধারাবাহিক নাটক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘নামে চালাক কামে বোকা’ ধারাবাহিক নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত
‘নামে চালাক কামে বোকা’ ধারাবাহিক নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

হাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস। আগামীকাল থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।

ধারাবাহিকটির প্রেক্ষাপট সোনারচর নামের এক কাল্পনিক গ্রামের বাসিন্দাদের নিয়ে। সোনারচর বদলে গিয়ে নাম হয়েছে এখন চালাকচর। নামে চালাক থাকলেও এই গ্রামের বেশির ভাগ মানুষ বোকা। দেখা গেল, কেউ দোকান বা বাসাবাড়ির দরজায় তালা দিল; চাবি হারিয়ে যাওয়ার আশঙ্কায় সেই চাবি দরজার পাশেই ঝুলিয়ে রাখে। আবার এমনও হয়, তালা খুলে যে চোর ঘরে ঢোকে, সে আর বের হওয়ার উপায় খুঁজে পায় না। বোকা হলেও এই গ্রামের মানুষ নিজেদের মহাপণ্ডিত ভাবে।

নামে চালাক কামে বোকা ধারাবাহিকের অন্যতম চরিত্র গ্রামের নম্বর ওয়ান বোকা মুকাম সরদার। স্বভাবে অলস। বোকামির কারণে কোনো কাজ ঠিকমতো করতে পারে না। সংসারে তার দুই সুন্দরী মেয়ে নিলুফা ও আলেয়া। বড় মেয়ে নিলুফার বিয়ে হয়েছে অনেক আগে। বোকামির কারণে শ্বশুরবাড়ি থেকে নিলুফাকে তাড়িয়ে দিয়েছে। এতে নিলুফার কোনো দুঃখ নেই। তার চতুর স্বামী আগুন সরদার প্রায়ই আসে। এসে কান্নাকাটি করে শ্বশুরবাড়ি থেকে টাকা নেওয়ার ফন্দি করে।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত