বিনোদন প্রতিবেদক, ঢাকা
হাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস। আগামীকাল থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।
ধারাবাহিকটির প্রেক্ষাপট সোনারচর নামের এক কাল্পনিক গ্রামের বাসিন্দাদের নিয়ে। সোনারচর বদলে গিয়ে নাম হয়েছে এখন চালাকচর। নামে চালাক থাকলেও এই গ্রামের বেশির ভাগ মানুষ বোকা। দেখা গেল, কেউ দোকান বা বাসাবাড়ির দরজায় তালা দিল; চাবি হারিয়ে যাওয়ার আশঙ্কায় সেই চাবি দরজার পাশেই ঝুলিয়ে রাখে। আবার এমনও হয়, তালা খুলে যে চোর ঘরে ঢোকে, সে আর বের হওয়ার উপায় খুঁজে পায় না। বোকা হলেও এই গ্রামের মানুষ নিজেদের মহাপণ্ডিত ভাবে।
নামে চালাক কামে বোকা ধারাবাহিকের অন্যতম চরিত্র গ্রামের নম্বর ওয়ান বোকা মুকাম সরদার। স্বভাবে অলস। বোকামির কারণে কোনো কাজ ঠিকমতো করতে পারে না। সংসারে তার দুই সুন্দরী মেয়ে নিলুফা ও আলেয়া। বড় মেয়ে নিলুফার বিয়ে হয়েছে অনেক আগে। বোকামির কারণে শ্বশুরবাড়ি থেকে নিলুফাকে তাড়িয়ে দিয়েছে। এতে নিলুফার কোনো দুঃখ নেই। তার চতুর স্বামী আগুন সরদার প্রায়ই আসে। এসে কান্নাকাটি করে শ্বশুরবাড়ি থেকে টাকা নেওয়ার ফন্দি করে।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ।
হাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস। আগামীকাল থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।
ধারাবাহিকটির প্রেক্ষাপট সোনারচর নামের এক কাল্পনিক গ্রামের বাসিন্দাদের নিয়ে। সোনারচর বদলে গিয়ে নাম হয়েছে এখন চালাকচর। নামে চালাক থাকলেও এই গ্রামের বেশির ভাগ মানুষ বোকা। দেখা গেল, কেউ দোকান বা বাসাবাড়ির দরজায় তালা দিল; চাবি হারিয়ে যাওয়ার আশঙ্কায় সেই চাবি দরজার পাশেই ঝুলিয়ে রাখে। আবার এমনও হয়, তালা খুলে যে চোর ঘরে ঢোকে, সে আর বের হওয়ার উপায় খুঁজে পায় না। বোকা হলেও এই গ্রামের মানুষ নিজেদের মহাপণ্ডিত ভাবে।
নামে চালাক কামে বোকা ধারাবাহিকের অন্যতম চরিত্র গ্রামের নম্বর ওয়ান বোকা মুকাম সরদার। স্বভাবে অলস। বোকামির কারণে কোনো কাজ ঠিকমতো করতে পারে না। সংসারে তার দুই সুন্দরী মেয়ে নিলুফা ও আলেয়া। বড় মেয়ে নিলুফার বিয়ে হয়েছে অনেক আগে। বোকামির কারণে শ্বশুরবাড়ি থেকে নিলুফাকে তাড়িয়ে দিয়েছে। এতে নিলুফার কোনো দুঃখ নেই। তার চতুর স্বামী আগুন সরদার প্রায়ই আসে। এসে কান্নাকাটি করে শ্বশুরবাড়ি থেকে টাকা নেওয়ার ফন্দি করে।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ।
দুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৩৫ মিনিট আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
৫ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী বিদ্যা বালান ইদানীং কমেডি সিনেমা-সিরিজ বেশি দেখছেন। দুটি সিরিজ ও একটি শো সাজেস্ট করলেন দর্শকদের জন্য। অভিনেত্রীর আশা, এগুলো দেখে তাঁর মতো অন্যদেরও মন ভালো হয়ে যাবে।
৫ ঘণ্টা আগে