আগামী ১৫ই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে রাশমিকা মান্দানা এবং আল্লু অর্জুনের প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। সিনেমাটির প্রতিটি ঝলকের সঙ্গে দর্শকেরা অপেক্ষা আছেন এর দুর্দান্ত সব গানের। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান। ‘পুষ্পা পুষ্পা’ শিরোনামের গানটি ইতিমধ্যেই হয়েছে সুপারহিট। আর এবার মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় গান, যার হিন্দি শিরোনাম ‘অঙ্গারো’।
মোট ছয়টি ভাষার সংস্করণ—হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও বাংলায় মুক্তি পেয়েছে গানটি। ছয়টি গানেই কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। আর সবগুলোর সংগীতায়োজন করেছেন দেবী শ্রী প্রসাদ।
গান প্রকাশিত হলেও এখনো পুরো ভিডিও প্রকাশিত হয়নি। আপাতত পরিচালকেরা এই গানের লিরিকাল ভিডিও প্রকাশ করেছেন। লিরিকাল ভিডিওতে গানটির পুরো নির্মাণ দেখানো হয়েছে। আল্লু অর্জুন-রাশমিকার সঙ্গে নির্মাতা সুকুমারসহ পুরো ইউনিটকে ভিডিওতে দেখা গেছে।
২০২১ সালে করোনা মহামারির শেষ সময়ে ভারতের বক্স অফিসে ঝড় তোলে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি বিশ্বজুড়ে ৩৭০ কোটি রুপির বেশি ব্যবসা করে। প্রথম পর্ব মুক্তির তিন বছর পর আসতে চলেছে সিনেমার দ্বিতীয় পর্ব। মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট। এবার আরও বড় পরিসরে পুষ্পা নির্মাণ করেছেন সুকুমার। চিত্রনাট্যে বড়সড় বদল আনা হয়েছে।
দ্বিতীয় পর্বের ক্লাইমেক্স নাকি চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুষ্পার প্রথম পর্ব যেভাবে বিশ্বজুড়ে দারুণ সাফল্য পেয়েছে, সে বিষয়টি মাথায় রেখে সাজানো হয়েছে দ্বিতীয় পর্ব। ফাহাদ ফাসিলের চরিত্রও প্রথমটির তুলনায় বেশি গুরুত্ব পেয়েছে এবার।
এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশ করা হয় পুষ্পা ২-এর টিজার। তাতে নীল রঙের শাড়িতে দেখা যায় আল্লু অর্জুনকে। সিঁদুরে রাঙা কপাল, গলায় একগুচ্ছ মালা, নাকে নথ, হাতে চুড়ি—অনেকটা তৃতীয় লিঙ্গের মানুষের সাজেই ধরা দিয়েছেন নায়ক। তাঁর এ লুক সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
আল্লু অর্জুন জানিয়েছেন, দ্বিতীয় পর্বেই শেষ হচ্ছে না পুষ্পার যাত্রা। তৈরি হবে ‘পুষ্পা ৩’। এ বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা জানান, পুষ্পা নিয়ে বিশেষ ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছেন তাঁরা। এ চরিত্রকে কেন্দ্র করে আরও একাধিক সিনেমা তৈরি হবে।
আগামী ১৫ই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে রাশমিকা মান্দানা এবং আল্লু অর্জুনের প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। সিনেমাটির প্রতিটি ঝলকের সঙ্গে দর্শকেরা অপেক্ষা আছেন এর দুর্দান্ত সব গানের। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান। ‘পুষ্পা পুষ্পা’ শিরোনামের গানটি ইতিমধ্যেই হয়েছে সুপারহিট। আর এবার মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় গান, যার হিন্দি শিরোনাম ‘অঙ্গারো’।
মোট ছয়টি ভাষার সংস্করণ—হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও বাংলায় মুক্তি পেয়েছে গানটি। ছয়টি গানেই কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। আর সবগুলোর সংগীতায়োজন করেছেন দেবী শ্রী প্রসাদ।
গান প্রকাশিত হলেও এখনো পুরো ভিডিও প্রকাশিত হয়নি। আপাতত পরিচালকেরা এই গানের লিরিকাল ভিডিও প্রকাশ করেছেন। লিরিকাল ভিডিওতে গানটির পুরো নির্মাণ দেখানো হয়েছে। আল্লু অর্জুন-রাশমিকার সঙ্গে নির্মাতা সুকুমারসহ পুরো ইউনিটকে ভিডিওতে দেখা গেছে।
২০২১ সালে করোনা মহামারির শেষ সময়ে ভারতের বক্স অফিসে ঝড় তোলে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি বিশ্বজুড়ে ৩৭০ কোটি রুপির বেশি ব্যবসা করে। প্রথম পর্ব মুক্তির তিন বছর পর আসতে চলেছে সিনেমার দ্বিতীয় পর্ব। মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট। এবার আরও বড় পরিসরে পুষ্পা নির্মাণ করেছেন সুকুমার। চিত্রনাট্যে বড়সড় বদল আনা হয়েছে।
দ্বিতীয় পর্বের ক্লাইমেক্স নাকি চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুষ্পার প্রথম পর্ব যেভাবে বিশ্বজুড়ে দারুণ সাফল্য পেয়েছে, সে বিষয়টি মাথায় রেখে সাজানো হয়েছে দ্বিতীয় পর্ব। ফাহাদ ফাসিলের চরিত্রও প্রথমটির তুলনায় বেশি গুরুত্ব পেয়েছে এবার।
এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশ করা হয় পুষ্পা ২-এর টিজার। তাতে নীল রঙের শাড়িতে দেখা যায় আল্লু অর্জুনকে। সিঁদুরে রাঙা কপাল, গলায় একগুচ্ছ মালা, নাকে নথ, হাতে চুড়ি—অনেকটা তৃতীয় লিঙ্গের মানুষের সাজেই ধরা দিয়েছেন নায়ক। তাঁর এ লুক সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
আল্লু অর্জুন জানিয়েছেন, দ্বিতীয় পর্বেই শেষ হচ্ছে না পুষ্পার যাত্রা। তৈরি হবে ‘পুষ্পা ৩’। এ বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা জানান, পুষ্পা নিয়ে বিশেষ ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছেন তাঁরা। এ চরিত্রকে কেন্দ্র করে আরও একাধিক সিনেমা তৈরি হবে।
বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া...
৩ ঘণ্টা আগে১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
১২ ঘণ্টা আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
১২ ঘণ্টা আগেকয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১ দিন আগে