‘পুষ্পা: দ্য রাইজ’ এর তুমুল জনপ্রিয়তার পর দর্শকেরা অপেক্ষায় আছেন সিনেমাটির নতুন কিস্তির জন্য। ইতিমধ্যে এর সিক্যুয়াল নির্মাণে হাত দিয়েছেন পরিচালক সুকুমার। ‘পুষ্পা: দ্য রুল’ নামের সিক্যুয়ালটির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।
এর মধ্যেই শোনা গেল নতুন খবর। ১০০০ কোটি রুপির বিনিময়ে সিনেমাটির সকল ভাষার প্রেক্ষাগৃহ স্বত্ব কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
২০২১ সালে ভারতজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটির মাধ্যমে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ফের হলমুখী হয় দর্শক। এই রেশ ধরে রাখতে বর্তমানে চলছে দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ নির্মাণের তোড়জোড়।
‘পুষ্পা: দ্য রুল’ এর পরিসর আরও বড় হচ্ছে। বাজেটও প্রথম পর্বের তুলনায় অনেক বেড়েছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল—প্রত্যেকেই থাকছেন দ্বিতীয় পর্বেও। এবারও থাকবে একটি চমৎকার আইটেম গান। সামান্থা এবার আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর কে হবেন বিকল্প, চলছে খোঁজাখুঁজি।
এমন পরিস্থিতিতে খবর এল—‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার বিশেষ চরিত্রে থাকবেন সাই পল্লবী। ‘প্রেমাম’, ‘কালি’, ‘মারি ২ ’, ‘শ্যাম সিংহ রায়’ কিংবা ‘গার্গি’তে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ভালো নাচতেও জানেন তিনি। তবে পুষ্পায় সাই পল্লবী কিন্তু সামান্থার বিকল্প হিসেবে আসছেন না। আইটেম গানে নাচবেন না তিনি।
‘পুষ্পা: দ্য রাইজ’ এর তুমুল জনপ্রিয়তার পর দর্শকেরা অপেক্ষায় আছেন সিনেমাটির নতুন কিস্তির জন্য। ইতিমধ্যে এর সিক্যুয়াল নির্মাণে হাত দিয়েছেন পরিচালক সুকুমার। ‘পুষ্পা: দ্য রুল’ নামের সিক্যুয়ালটির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।
এর মধ্যেই শোনা গেল নতুন খবর। ১০০০ কোটি রুপির বিনিময়ে সিনেমাটির সকল ভাষার প্রেক্ষাগৃহ স্বত্ব কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
২০২১ সালে ভারতজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটির মাধ্যমে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ফের হলমুখী হয় দর্শক। এই রেশ ধরে রাখতে বর্তমানে চলছে দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ নির্মাণের তোড়জোড়।
‘পুষ্পা: দ্য রুল’ এর পরিসর আরও বড় হচ্ছে। বাজেটও প্রথম পর্বের তুলনায় অনেক বেড়েছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল—প্রত্যেকেই থাকছেন দ্বিতীয় পর্বেও। এবারও থাকবে একটি চমৎকার আইটেম গান। সামান্থা এবার আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর কে হবেন বিকল্প, চলছে খোঁজাখুঁজি।
এমন পরিস্থিতিতে খবর এল—‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার বিশেষ চরিত্রে থাকবেন সাই পল্লবী। ‘প্রেমাম’, ‘কালি’, ‘মারি ২ ’, ‘শ্যাম সিংহ রায়’ কিংবা ‘গার্গি’তে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ভালো নাচতেও জানেন তিনি। তবে পুষ্পায় সাই পল্লবী কিন্তু সামান্থার বিকল্প হিসেবে আসছেন না। আইটেম গানে নাচবেন না তিনি।
নতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
১১ ঘণ্টা আগেআলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি শাখার মিলনায়তনে ওই দিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
১১ ঘণ্টা আগেইতিহাস গড়তে চলেছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা’। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৮ আগস্ট। এই সুপারহিরো ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। প্রথম সপ্তাহেই শতকোটির ঘর পেরিয়ে যায়।
১১ ঘণ্টা আগে১৩ সেপ্টেম্বর শনিবার, রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে গ্লোবাল ব্র্যান্ডস ও মেগাস্টার ফিলিপাইন আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সভাপতিত্ব করবেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম।
১১ ঘণ্টা আগে