এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আরআরআর’ এরই মধ্যে ভারতের বক্স অফিসে সর্বকালের সেরা সিনেমার তালিকায় নাম লিখিয়েছে। রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটি গত ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়া ‘আরআরআর’ বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, এবার ৫০ ভাষায় ডাবিং করে ‘আরআরআর’ মুক্তি দেওয়া হবে। ‘আরআরআর’ সিনেমার হিন্দি, ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বাধিকারী পেন ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার জয়ন্তীলাল গাড়া সিনেমাটির বক্স অফিস সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত। তিনি সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে সাফল্য উদ্যাপনে পার্টির আয়োজন করেন। হাজার কোটি রুপি আয়ের সাফল্য উদ্যাপনে ছিল তারার মেলা। নির্মাতা-প্রযোজক করণ জোহর থেকে শুরু করে জাভেদ আখতার, আমির খান, তুষার কাপুর, হুমা কোরেশিসহ অনেক বলিউড তারকাই অংশ নিয়েছিলেন। ছিলেন দক্ষিণী সিনেমার অনেকে।
বলিউড হাঙ্গামাকে জয়ন্তীলাল গাড়া জানান, ‘আরআরআর’ নির্মাতারা পে-পার-ভিউ প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির বিষয়ে আলোচনা করছেন। নেটফ্লিক্সের কাছে হিন্দি স্বত্ব এবং জিফাইভের কাছে চারটি দক্ষিণী ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে।
জয়ন্তীলাল আরও জানান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে এটি সারা বিশ্বে ৫০টি ভাষায় ডাবিং করা হবে। ডাবিং শেষ হলে ওই সব অঞ্চলে স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।
‘আরআরআর’ সিনেমার প্লট ১৯২০ সালের। দুই কিংবদন্তি মুক্তিযোদ্ধা-আল্লুরি সীতারামারাজু ও কোমারাম ভীমের ওপর ভিত্তি করে একটি ফিকশন গল্প। রামচরণ ও জুনিয়র এনটিআর ছাড়া এতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ।
এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আরআরআর’ এরই মধ্যে ভারতের বক্স অফিসে সর্বকালের সেরা সিনেমার তালিকায় নাম লিখিয়েছে। রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটি গত ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়া ‘আরআরআর’ বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, এবার ৫০ ভাষায় ডাবিং করে ‘আরআরআর’ মুক্তি দেওয়া হবে। ‘আরআরআর’ সিনেমার হিন্দি, ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বাধিকারী পেন ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার জয়ন্তীলাল গাড়া সিনেমাটির বক্স অফিস সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত। তিনি সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে সাফল্য উদ্যাপনে পার্টির আয়োজন করেন। হাজার কোটি রুপি আয়ের সাফল্য উদ্যাপনে ছিল তারার মেলা। নির্মাতা-প্রযোজক করণ জোহর থেকে শুরু করে জাভেদ আখতার, আমির খান, তুষার কাপুর, হুমা কোরেশিসহ অনেক বলিউড তারকাই অংশ নিয়েছিলেন। ছিলেন দক্ষিণী সিনেমার অনেকে।
বলিউড হাঙ্গামাকে জয়ন্তীলাল গাড়া জানান, ‘আরআরআর’ নির্মাতারা পে-পার-ভিউ প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির বিষয়ে আলোচনা করছেন। নেটফ্লিক্সের কাছে হিন্দি স্বত্ব এবং জিফাইভের কাছে চারটি দক্ষিণী ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে।
জয়ন্তীলাল আরও জানান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে এটি সারা বিশ্বে ৫০টি ভাষায় ডাবিং করা হবে। ডাবিং শেষ হলে ওই সব অঞ্চলে স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।
‘আরআরআর’ সিনেমার প্লট ১৯২০ সালের। দুই কিংবদন্তি মুক্তিযোদ্ধা-আল্লুরি সীতারামারাজু ও কোমারাম ভীমের ওপর ভিত্তি করে একটি ফিকশন গল্প। রামচরণ ও জুনিয়র এনটিআর ছাড়া এতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
৯ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১০ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
২০ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
২০ ঘণ্টা আগে