Ajker Patrika

কোহলি হতে চান রাম চরণ

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৫: ৫২
কোহলি হতে চান রাম চরণ

খেলাধুলার সঙ্গে সম্পর্কিত যেকোনো সিনেমায় অভিনয় করতে চান দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির চরিত্রে অভিনয় করতে আগ্রহী তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। 

ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারটিতে রাম চরণকে জিজ্ঞেস করা হয়, এমন কোনো চরিত্র আছে, যাতে অভিনয় করতে চান তিনি। অভিনেতা বলেন, ‘খেলাধুলার সঙ্গে সম্পর্কিত যে কোনো চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু এ রকম কোনো ছবির প্রস্তাব আমি পাইনি।’ এরপর তাঁকে বিরাট কোহলির বায়োপিক করার পরামর্শ দেওয়া হলে অভিনেতা বলেন, ‘দারুণ! তিনি আমাদের অনুপ্রেরণা। সুযোগ পেলে এই চরিত্রে কাজ করতে চাই। কারণ, আমরা অনেকটা একই রকম দেখতে।’ 

সাক্ষাৎকারে রাম চরণ আরও জানিয়েছেন, তাঁর প্রিয় বলিউড তারকা সালমান খান। তিনি সেখানে জানিয়েছেন সালমানের সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার স্মৃতি। সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। 

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খেলার মাঠে ‘নাটু নাটু’ গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন। তাঁর এই নাচের ভিডিওটি সবাই দারুণ পছন্দ করছেন। 

উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত