Ajker Patrika

‘ইন্ডিয়ান টু’ সিনেমা নিয়ে কমলের মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন অভিনেতা

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২: ২৫
‘ইন্ডিয়ান টু’ সিনেমা নিয়ে কমলের মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন অভিনেতা

মুক্তির অপেক্ষায় কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমা। তবে মুক্তির আগেই অভিনেতা পড়েছেন বিতর্কের মুখে। কদিন আগেই কমল হাসান মন্তব্য করেন, ‘ইন্ডিয়ান থ্রি’র অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই চটেছেন নেটিজেনরা। অনেকের মন্তব্য, তাহলে কি ভালো হয়নি ‘ইন্ডিয়ান টু’?

সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে কমল বলেছিলেন, ‘ইন্ডিয়ান থ্রি’ সিনেমার অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই গুঞ্জন শুরু হয় ‘ইন্ডিয়ান টু’ তাহলে ভালো হয়নি। এই বিতর্কে এবার মুখ খুললেন কমল হাসান। গতকাল শনিবার কমল হাসান, শঙ্কর আর সিদ্ধার্থ উপস্থিত ছিলেন ‘ইন্ডিয়ান টু’র সংবাদ সম্মেলনে। সেখানেই কমল জানান এই সিনেমাটা তাঁর মনের খুব কাছের।

বিতর্ক থামাতেই এদিন কমল হাসান বলেন, ‘সাম্বর, রসম ভালো খাবার। কিন্তু সবাই অপেক্ষা করেন পায়েস খাওয়ার। আমিও সেটাই বোঝাতে চেয়েছি। ‘‘ইন্ডিয়ান টু’’ অবশ্যই ভালো। আমাদের সবার এত পরিশ্রম আছে এই সিনেমায়। ‘ইন্ডিয়ান থ্রি’ও এতটাই ভালো হবে বলে আমি মনে করছি।’

‘ইন্ডিয়ান টু’ সিনেমার দৃশ্যে কমল হাসান। ছবি: সংগৃহীত১৯৯৬ সালে তৈরি হয়েছিল ‘ইন্ডিয়ান’। তারপর এতগুলো বছর কেন লাগল সিনেমার সিক্যুয়েলের কাজ শুরু করতে? এর জবাবে অভিনেতা বলেন, ‘আমরা যখন সিক্যুয়েলের শুটিং শুরু করি, কিছুদিনের মধ্যেই কোভিড শুরু হয়ে যায়। শুটিং বন্ধ রাখতে হয়। অনেক অভিনেতা, টেকনিশিয়ান মারা যান এই সময়ে। প্রস্থেটিকে আমার প্রাথমিকভাবে কিছুটা অস্বস্তিও হচ্ছিল। সেটার সঙ্গে অভ্যস্ত হতে হয়। সব মিলিয়ে সিনেমার শুটিং শেষ হতে দেরি হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত