দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা, যার মিষ্টি হাসিতে ঘায়েল লাখো পুরুষের মন। অভিনয় দক্ষতায় কলিউডের পাশাপাশি বলিউডের মাটি শক্ত করেছেন তিনি। রাতারাতি জাতীয় ক্রাশ বনে যাওয়া রাশমিকার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কৌতূহল রয়েছে ভক্ত-অনুরাগীদের। যার রূপে মুগ্ধ গোটা ভারত, তিনি কাকে মন দিয়েছেন—এ নিয়ে যেন কৌতূহলের শেষ নেই। এ নিয়ে নিজেই মুখ খুললেন, কী বললেন অভিনেত্রী?
একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে রাশমিকার। তবে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যায় বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। যদিও প্রকাশ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি রশমিকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে মনের কথা বলে ফেলেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে আনন্দের জায়গা নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে সত্য কথা বলে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সবচেয়ে আনন্দের জায়গা হলো বাড়ি। এখানেই মনে হয় জীবনে সাফল্য আসবে-যাবে, তা কখনোই চিরস্থায়ী নয়। তবে এই বাড়িই আমার শিকড়।’
অভিনেত্রী যোগ করেন, ‘তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনো একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।’ কিন্তু কার পার্টনার তা নিয়ে বিস্তারিত বলেননি রাশমিকা।
জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ রাশমিকার, তা-ও জানিয়েছেন তিনি। রাশমিকা বলেন, ‘যার মুখে সব সময় হাসি থাকবে। আশপাশের মানুষের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে।’
রাশমিকার এমন মন্তব্যে স্পষ্ট, সম্পর্ক থাকার কথা কার্যত স্বীকার করলেও সঙ্গীর নাম গোপন রেখেছেন। রাশমিকা আপাতত তাঁর আপকামিং সিনেমা ‘ছাবা’র প্রচারে ব্যস্ত। সিনেমায় ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা, যার মিষ্টি হাসিতে ঘায়েল লাখো পুরুষের মন। অভিনয় দক্ষতায় কলিউডের পাশাপাশি বলিউডের মাটি শক্ত করেছেন তিনি। রাতারাতি জাতীয় ক্রাশ বনে যাওয়া রাশমিকার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কৌতূহল রয়েছে ভক্ত-অনুরাগীদের। যার রূপে মুগ্ধ গোটা ভারত, তিনি কাকে মন দিয়েছেন—এ নিয়ে যেন কৌতূহলের শেষ নেই। এ নিয়ে নিজেই মুখ খুললেন, কী বললেন অভিনেত্রী?
একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে রাশমিকার। তবে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যায় বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। যদিও প্রকাশ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি রশমিকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে মনের কথা বলে ফেলেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে আনন্দের জায়গা নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে সত্য কথা বলে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সবচেয়ে আনন্দের জায়গা হলো বাড়ি। এখানেই মনে হয় জীবনে সাফল্য আসবে-যাবে, তা কখনোই চিরস্থায়ী নয়। তবে এই বাড়িই আমার শিকড়।’
অভিনেত্রী যোগ করেন, ‘তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনো একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।’ কিন্তু কার পার্টনার তা নিয়ে বিস্তারিত বলেননি রাশমিকা।
জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ রাশমিকার, তা-ও জানিয়েছেন তিনি। রাশমিকা বলেন, ‘যার মুখে সব সময় হাসি থাকবে। আশপাশের মানুষের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে।’
রাশমিকার এমন মন্তব্যে স্পষ্ট, সম্পর্ক থাকার কথা কার্যত স্বীকার করলেও সঙ্গীর নাম গোপন রেখেছেন। রাশমিকা আপাতত তাঁর আপকামিং সিনেমা ‘ছাবা’র প্রচারে ব্যস্ত। সিনেমায় ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া...
৩ ঘণ্টা আগে১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
১২ ঘণ্টা আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
১২ ঘণ্টা আগেকয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১ দিন আগে