দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা, যার মিষ্টি হাসিতে ঘায়েল লাখো পুরুষের মন। অভিনয় দক্ষতায় কলিউডের পাশাপাশি বলিউডের মাটি শক্ত করেছেন তিনি। রাতারাতি জাতীয় ক্রাশ বনে যাওয়া রাশমিকার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কৌতূহল রয়েছে ভক্ত-অনুরাগীদের। যার রূপে মুগ্ধ গোটা ভারত, তিনি কাকে মন দিয়েছেন—এ নিয়ে যেন কৌতূহলের শেষ নেই। এ নিয়ে নিজেই মুখ খুললেন, কী বললেন অভিনেত্রী?
একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে রাশমিকার। তবে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যায় বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। যদিও প্রকাশ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি রশমিকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে মনের কথা বলে ফেলেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে আনন্দের জায়গা নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে সত্য কথা বলে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সবচেয়ে আনন্দের জায়গা হলো বাড়ি। এখানেই মনে হয় জীবনে সাফল্য আসবে-যাবে, তা কখনোই চিরস্থায়ী নয়। তবে এই বাড়িই আমার শিকড়।’
অভিনেত্রী যোগ করেন, ‘তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনো একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।’ কিন্তু কার পার্টনার তা নিয়ে বিস্তারিত বলেননি রাশমিকা।
জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ রাশমিকার, তা-ও জানিয়েছেন তিনি। রাশমিকা বলেন, ‘যার মুখে সব সময় হাসি থাকবে। আশপাশের মানুষের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে।’
রাশমিকার এমন মন্তব্যে স্পষ্ট, সম্পর্ক থাকার কথা কার্যত স্বীকার করলেও সঙ্গীর নাম গোপন রেখেছেন। রাশমিকা আপাতত তাঁর আপকামিং সিনেমা ‘ছাবা’র প্রচারে ব্যস্ত। সিনেমায় ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা, যার মিষ্টি হাসিতে ঘায়েল লাখো পুরুষের মন। অভিনয় দক্ষতায় কলিউডের পাশাপাশি বলিউডের মাটি শক্ত করেছেন তিনি। রাতারাতি জাতীয় ক্রাশ বনে যাওয়া রাশমিকার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কৌতূহল রয়েছে ভক্ত-অনুরাগীদের। যার রূপে মুগ্ধ গোটা ভারত, তিনি কাকে মন দিয়েছেন—এ নিয়ে যেন কৌতূহলের শেষ নেই। এ নিয়ে নিজেই মুখ খুললেন, কী বললেন অভিনেত্রী?
একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে রাশমিকার। তবে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যায় বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। যদিও প্রকাশ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি রশমিকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে মনের কথা বলে ফেলেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে আনন্দের জায়গা নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে সত্য কথা বলে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সবচেয়ে আনন্দের জায়গা হলো বাড়ি। এখানেই মনে হয় জীবনে সাফল্য আসবে-যাবে, তা কখনোই চিরস্থায়ী নয়। তবে এই বাড়িই আমার শিকড়।’
অভিনেত্রী যোগ করেন, ‘তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনো একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।’ কিন্তু কার পার্টনার তা নিয়ে বিস্তারিত বলেননি রাশমিকা।
জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ রাশমিকার, তা-ও জানিয়েছেন তিনি। রাশমিকা বলেন, ‘যার মুখে সব সময় হাসি থাকবে। আশপাশের মানুষের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে।’
রাশমিকার এমন মন্তব্যে স্পষ্ট, সম্পর্ক থাকার কথা কার্যত স্বীকার করলেও সঙ্গীর নাম গোপন রেখেছেন। রাশমিকা আপাতত তাঁর আপকামিং সিনেমা ‘ছাবা’র প্রচারে ব্যস্ত। সিনেমায় ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
১৪ মিনিট আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১০ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
১০ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
১০ ঘণ্টা আগে