দক্ষিণী তারকা বিজয় সেতুপতির ‘বিদুথলাই’ ছবির সেটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ছবিতে স্টান্ট করার সময় স্টান্টম্যান এস সুরেশ নিহত হয়েছেন।
৫৪ বছর বয়সী এস সুরেশ ছিলেন দক্ষিণী ছবির অন্যতম অভিজ্ঞ স্টান্টম্যানদের একজন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুটিং চলাকালে সুরেশ ২০ ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারান।
চেন্নাইয়ের ভন্ডালুরে বিজয় সেতুপতির পরবর্তী সিনেমা ‘বিদুথলাই’–এর শুটিং চলছিল। সেখানে একটি দৃশ্য ধারণের জন্য সুরেশ ২০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিতে যান। সবকিছু ঠিকঠাকই ছিল, সুরেশ তাঁর শট নিখুঁতভাবেই দিতে যাচ্ছিলেন। কিন্তু ঝাঁপ দেওয়ার সময় ক্রেনে বাঁধা দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান। সুরেশকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্টান্ট নির্দেশকের পাশাপাশি সিনেমাটিতে সহকারী পরিচালক হিসেবেও তিনি কাজ করছিলেন।
শুটিংয়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনার তদন্তে নেমেছে চেন্নাইয়ের ভন্ডালুর পুলিশ। সুরেশ প্রায় তিন দশক ধরে দক্ষিণী ছবির জগতে সুনামের সঙ্গে কাজ করেছেন। স্টান্টের মাধ্যমে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন। সেই স্টান্টেই জীবন শেষ হয়ে গেল তাঁর। ‘বিদুথলাই’ ছবিতে তিনি বিজয় সেতুপতির স্টান্ট করছিলেন বলে জানা যায়। এই ছবির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।
বেত্রিমারন পরিচালিত ‘বিদুথলাই’ ছবিটির প্রথম ভাগের শুটিং শেষ হয়ে গেছে। দ্বিতীয় ভাগের শুটিং চলাকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটল। ক্রাইম-থ্রিলারধর্মী এই ছবিতে বিজয় ছাড়াও সুরি, প্রকাশ রাজ, গৌতম মেনন, কিশোর, রাজীব মেনন, ভবানী শ্রীস অভিনয় করছেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে কমল হাসানের ইন্ডিয়ান ২-এর সেটে একটি ক্রেন পড়ে তিনজন কলাকুশলী নিহত হন। দুর্ঘটনার পর শুটিং দুই বছর বন্ধ থেকে গত সেপ্টেম্বরে আবার শুরু হয়। কমল হাসানের ইন্ডিয়ান ২-এর সেটে দুর্ঘটনার পর, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা শঙ্কর এবং লাইকা প্রোডাকশন মৃতদের পরিবারকে ১ কোটি রুপি করে দেন।
এরপর এ নিয়ে এক সংবাদ সম্মেলনে কমল হাসান বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা আর যেনো না ঘটে, আমাদের তা নিশ্চিত করতে হবে। অভিনেতা এবং পরিচালক হিসেবে, আমরা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সাহায্যের হাত বাড়াতে পারি। আমি এই অনুষ্ঠানে প্রযোজকদের প্রশংসা করতে চাই, তাঁদের ওই সহযোগিতা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
দক্ষিণী তারকা বিজয় সেতুপতির ‘বিদুথলাই’ ছবির সেটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ছবিতে স্টান্ট করার সময় স্টান্টম্যান এস সুরেশ নিহত হয়েছেন।
৫৪ বছর বয়সী এস সুরেশ ছিলেন দক্ষিণী ছবির অন্যতম অভিজ্ঞ স্টান্টম্যানদের একজন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুটিং চলাকালে সুরেশ ২০ ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারান।
চেন্নাইয়ের ভন্ডালুরে বিজয় সেতুপতির পরবর্তী সিনেমা ‘বিদুথলাই’–এর শুটিং চলছিল। সেখানে একটি দৃশ্য ধারণের জন্য সুরেশ ২০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিতে যান। সবকিছু ঠিকঠাকই ছিল, সুরেশ তাঁর শট নিখুঁতভাবেই দিতে যাচ্ছিলেন। কিন্তু ঝাঁপ দেওয়ার সময় ক্রেনে বাঁধা দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান। সুরেশকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্টান্ট নির্দেশকের পাশাপাশি সিনেমাটিতে সহকারী পরিচালক হিসেবেও তিনি কাজ করছিলেন।
শুটিংয়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনার তদন্তে নেমেছে চেন্নাইয়ের ভন্ডালুর পুলিশ। সুরেশ প্রায় তিন দশক ধরে দক্ষিণী ছবির জগতে সুনামের সঙ্গে কাজ করেছেন। স্টান্টের মাধ্যমে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন। সেই স্টান্টেই জীবন শেষ হয়ে গেল তাঁর। ‘বিদুথলাই’ ছবিতে তিনি বিজয় সেতুপতির স্টান্ট করছিলেন বলে জানা যায়। এই ছবির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।
বেত্রিমারন পরিচালিত ‘বিদুথলাই’ ছবিটির প্রথম ভাগের শুটিং শেষ হয়ে গেছে। দ্বিতীয় ভাগের শুটিং চলাকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটল। ক্রাইম-থ্রিলারধর্মী এই ছবিতে বিজয় ছাড়াও সুরি, প্রকাশ রাজ, গৌতম মেনন, কিশোর, রাজীব মেনন, ভবানী শ্রীস অভিনয় করছেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে কমল হাসানের ইন্ডিয়ান ২-এর সেটে একটি ক্রেন পড়ে তিনজন কলাকুশলী নিহত হন। দুর্ঘটনার পর শুটিং দুই বছর বন্ধ থেকে গত সেপ্টেম্বরে আবার শুরু হয়। কমল হাসানের ইন্ডিয়ান ২-এর সেটে দুর্ঘটনার পর, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা শঙ্কর এবং লাইকা প্রোডাকশন মৃতদের পরিবারকে ১ কোটি রুপি করে দেন।
এরপর এ নিয়ে এক সংবাদ সম্মেলনে কমল হাসান বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা আর যেনো না ঘটে, আমাদের তা নিশ্চিত করতে হবে। অভিনেতা এবং পরিচালক হিসেবে, আমরা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সাহায্যের হাত বাড়াতে পারি। আমি এই অনুষ্ঠানে প্রযোজকদের প্রশংসা করতে চাই, তাঁদের ওই সহযোগিতা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
নতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
৪২ মিনিট আগেআলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি শাখার মিলনায়তনে ওই দিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
১ ঘণ্টা আগেইতিহাস গড়তে চলেছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা’। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৮ আগস্ট। এই সুপারহিরো ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। প্রথম সপ্তাহেই শতকোটির ঘর পেরিয়ে যায়।
১ ঘণ্টা আগে১৩ সেপ্টেম্বর শনিবার, রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে গ্লোবাল ব্র্যান্ডস ও মেগাস্টার ফিলিপাইন আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সভাপতিত্ব করবেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম।
১ ঘণ্টা আগে