বিনোদন ডেস্ক
আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায়ও ‘উ আন্তাভা’র মতো একটি গান রাখার ইচ্ছা নির্মাতাদের। কিন্তু নাচবেন কে?
দিশা পাটানি, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর—অনেককেই প্রস্তাব দেওয়া হয়েছিল এ গানে পারফর্ম করার জন্য। প্রথম দুজন রাজি হননি। শ্রদ্ধা করতে চেয়েছিলেন। কথাও অনেকটা এগিয়েছিল। কিন্তু একটি কারণে শেষ পর্যন্ত সরে এলেন শ্রদ্ধা।
কী সেই কারণ? উ আন্থাভা গানে নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন সামান্থা। শ্রদ্ধাও সামান্থার সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। কিন্তু তাঁর কাঙ্ক্ষিত পারিশ্রমিক দিতে নির্মাতারা রাজি হননি।
বাধ্য হয়ে তাই প্রজেক্টটি ছেড়ে বেরিয়ে এসেছেন অভিনেত্রী। পারিশ্রমিকের বেলায় ইদানীং ছাড় দিতে চাইছেন না শ্রদ্ধা।
তাঁর ‘স্ত্রী’ ফ্রাঞ্চাইজি তুমুল সাফল্য পাওয়ায় পারিশ্রমিকের অঙ্ক বাড়ানোর চিন্তা করছেন তিনি।
কইমই ডট কম জানিয়েছে, শ্রদ্ধাকে না পেয়ে আবারও সামান্থার কাছেই গেছে প্রস্তাব। ধারণা করা হচ্ছে, প্রস্তাবে সায় দিতে পারেন অভিনেত্রী। তবে শুধু তিনি নয়, এ গানে সামান্থা ও আল্লুর পাশাপাশি পারফর্ম করবেন দক্ষিণি তারকা শ্রীলীলা। সর্বশেষ মহেশ বাবুর সঙ্গে ‘গুন্টুর কারাম’ সিনেমায় দেখা গেছে শ্রীলীলাকে। বলিউডেও বেশ কিছু কাজের কথা চলছে তাঁর। এ প্রেক্ষিতে পুষ্পা টুতে হাজির হলে ভারতজুড়ে তাঁর তারকাখ্যাতি আরও বাড়বে।
পুষ্পা টু মুক্তি পেতে আর বেশি দেরি নেই। ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা সিনেমাটি। তাই যত দ্রুত সম্ভব গানের শুটিং সেরে ফেলতে চান নির্মাতা সুকুমার। জানা গেছে, আগামী সপ্তাহেই শুটিং হবে এ গানের। একই গানে আল্লু, সামান্থা, শ্রীলীলা হাজির হলে কতটা সাড়া ফেলবে পুষ্পার অনুরাগীদের মধ্যে, সেটা এখন থেকেই অনেকটা আন্দাজ করা যাচ্ছে।
পুষ্পা টু নির্মিত হয়েছে ৫ শ কোটি রুপিতে। নির্মাতারা আশা করছেন, হাজার কোটি বেশি ব্যবসা করবে সিনেমাটি। এতে আল্লু অর্জুন আর রাশমিকা মান্দানার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ফাহাদ ফাসিল। প্রথম পর্বে তাঁর অংশ কিছুটা কম থাকলেও এ পর্বে আল্লুর সঙ্গে ফাহাদের সমানে সমান টক্কর হবে। তেলুগুর পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ও বাংলা ভাষায়।
আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায়ও ‘উ আন্তাভা’র মতো একটি গান রাখার ইচ্ছা নির্মাতাদের। কিন্তু নাচবেন কে?
দিশা পাটানি, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর—অনেককেই প্রস্তাব দেওয়া হয়েছিল এ গানে পারফর্ম করার জন্য। প্রথম দুজন রাজি হননি। শ্রদ্ধা করতে চেয়েছিলেন। কথাও অনেকটা এগিয়েছিল। কিন্তু একটি কারণে শেষ পর্যন্ত সরে এলেন শ্রদ্ধা।
কী সেই কারণ? উ আন্থাভা গানে নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন সামান্থা। শ্রদ্ধাও সামান্থার সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। কিন্তু তাঁর কাঙ্ক্ষিত পারিশ্রমিক দিতে নির্মাতারা রাজি হননি।
বাধ্য হয়ে তাই প্রজেক্টটি ছেড়ে বেরিয়ে এসেছেন অভিনেত্রী। পারিশ্রমিকের বেলায় ইদানীং ছাড় দিতে চাইছেন না শ্রদ্ধা।
তাঁর ‘স্ত্রী’ ফ্রাঞ্চাইজি তুমুল সাফল্য পাওয়ায় পারিশ্রমিকের অঙ্ক বাড়ানোর চিন্তা করছেন তিনি।
কইমই ডট কম জানিয়েছে, শ্রদ্ধাকে না পেয়ে আবারও সামান্থার কাছেই গেছে প্রস্তাব। ধারণা করা হচ্ছে, প্রস্তাবে সায় দিতে পারেন অভিনেত্রী। তবে শুধু তিনি নয়, এ গানে সামান্থা ও আল্লুর পাশাপাশি পারফর্ম করবেন দক্ষিণি তারকা শ্রীলীলা। সর্বশেষ মহেশ বাবুর সঙ্গে ‘গুন্টুর কারাম’ সিনেমায় দেখা গেছে শ্রীলীলাকে। বলিউডেও বেশ কিছু কাজের কথা চলছে তাঁর। এ প্রেক্ষিতে পুষ্পা টুতে হাজির হলে ভারতজুড়ে তাঁর তারকাখ্যাতি আরও বাড়বে।
পুষ্পা টু মুক্তি পেতে আর বেশি দেরি নেই। ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা সিনেমাটি। তাই যত দ্রুত সম্ভব গানের শুটিং সেরে ফেলতে চান নির্মাতা সুকুমার। জানা গেছে, আগামী সপ্তাহেই শুটিং হবে এ গানের। একই গানে আল্লু, সামান্থা, শ্রীলীলা হাজির হলে কতটা সাড়া ফেলবে পুষ্পার অনুরাগীদের মধ্যে, সেটা এখন থেকেই অনেকটা আন্দাজ করা যাচ্ছে।
পুষ্পা টু নির্মিত হয়েছে ৫ শ কোটি রুপিতে। নির্মাতারা আশা করছেন, হাজার কোটি বেশি ব্যবসা করবে সিনেমাটি। এতে আল্লু অর্জুন আর রাশমিকা মান্দানার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ফাহাদ ফাসিল। প্রথম পর্বে তাঁর অংশ কিছুটা কম থাকলেও এ পর্বে আল্লুর সঙ্গে ফাহাদের সমানে সমান টক্কর হবে। তেলুগুর পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ও বাংলা ভাষায়।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
৫ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
৫ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
৫ ঘণ্টা আগে