ভারতের গত বছরের আলোচিত ছবি পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির ‘নাটু নাটু’ গান ইতিমধ্যে এবারের অস্কারে ‘সেরা মৌলিক গান’-এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কয়েক দিন আগেই জানা গিয়েছিল এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশিত হবে। এবার এই গানে কে পারফর্ম করবেন তা জানা গেল। গায়ক রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরবের পরিবেশনায় গানটিতে নাচবেন আমেরিকান অভিনেত্রী-নৃত্যশিল্পী লরেন গটলিব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বলিউডের সিনেমা ‘এনি বডি ক্যান ডান্স’ অভিনেত্রী লরেন গটলিব টুইটারে লেখেন, ‘বিশেষ খবর!!! আমি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছি!!!!!! আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। আমার সৌভাগ্য কামনা করুন।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআর জানিয়েছিলেন, তিনি বা রামচরণ এই গানে নাচবেন না। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন—এম এম কিরাবানি, রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব গানটি পরিবেশনা করবেন।
ব্যবসায়িক সফলতা থেকে সম্মাননা, সব পেয়েছে পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির গান ‘নাটু নাটু’ ভারতের প্রথম গান হিসেবে ৯৫তম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ‘সেরা মৌলিক গান’ বিভাগে। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের এবারের আসরের সমালোচকদের চোখে সেরা বিদেশি সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা ও সেরা স্টান্টস বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘আরআরআর’। সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছিল এই সিনেমার গান ‘নাটু নাটু’। ‘নাটু নাটু’ গানের জন্য সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল সিনেমাটি।
ভারতের গত বছরের আলোচিত ছবি পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির ‘নাটু নাটু’ গান ইতিমধ্যে এবারের অস্কারে ‘সেরা মৌলিক গান’-এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কয়েক দিন আগেই জানা গিয়েছিল এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশিত হবে। এবার এই গানে কে পারফর্ম করবেন তা জানা গেল। গায়ক রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরবের পরিবেশনায় গানটিতে নাচবেন আমেরিকান অভিনেত্রী-নৃত্যশিল্পী লরেন গটলিব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বলিউডের সিনেমা ‘এনি বডি ক্যান ডান্স’ অভিনেত্রী লরেন গটলিব টুইটারে লেখেন, ‘বিশেষ খবর!!! আমি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছি!!!!!! আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। আমার সৌভাগ্য কামনা করুন।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআর জানিয়েছিলেন, তিনি বা রামচরণ এই গানে নাচবেন না। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন—এম এম কিরাবানি, রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব গানটি পরিবেশনা করবেন।
ব্যবসায়িক সফলতা থেকে সম্মাননা, সব পেয়েছে পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির গান ‘নাটু নাটু’ ভারতের প্রথম গান হিসেবে ৯৫তম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ‘সেরা মৌলিক গান’ বিভাগে। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের এবারের আসরের সমালোচকদের চোখে সেরা বিদেশি সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা ও সেরা স্টান্টস বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘আরআরআর’। সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছিল এই সিনেমার গান ‘নাটু নাটু’। ‘নাটু নাটু’ গানের জন্য সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল সিনেমাটি।
ঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
৯ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
৯ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
১১ ঘণ্টা আগেঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
১৫ ঘণ্টা আগে