ভারতের দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন দীর্ঘ দিনের। কানাঘুষা শোনা যায় লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন এই তারকা জুটি। যদিও সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি তাঁরা। তবে প্রকাশ্যে একে অপরের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে পিছপা হননি এই জুটি। এবার খোলামেলা তথাকথিত প্রেমিকার প্রশংসা করেছেন বিজয়। এ নিয়ে নানা জল্পনা চলছে তাদের ভক্ত-অনুরাগীদের মধ্যে।
গতকাল সোমবার রাহুল রাভীন্দ্রন পরিচালিত রাশমিকার আসন্ন রোমান্টিক সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর টিজার শেয়ার করেছেন। যেখানে বিজয়ের ভয়েস ওভার ছিল, এটি এই টিজারকে আরও বিশেষ করে তুলেছে। তবে এটুকুতেই শেষ নয়। বিজয়, যিনি ডিয়ার কমরেড সিনেমায় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন। এই অভিনেতা একটি হৃদয়গ্রাহী নোট শেয়ার করেছেন। তিনি রাশমিকাকে তার ‘লাকি চার্ম’ বলে উল্লেখ করেছেন। এতে তাঁদের সম্পর্কের গুজব আবারও আলোচনায় এসেছে।
এ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন জনপ্রিয় এই জুটির সম্পর্ক নিয়ে আরও খবর জানার জন্য। বিজয়ের এই আন্তরিক বার্তা রাশমিকার প্রতি তার গভীর সমর্থন আরও একবার প্রকাশ্যে এসেছে। ভক্তরা এই দুই তারকার সম্পর্ক নিয়ে আরও বেশি উৎসাহী হয়ে উঠেছেন।
এক্স হ্যান্ডেলে দ্য গার্লফ্রেন্ডের টিজার শেয়ার করে বিজয় লিখেছেন, ‘আমি এই টিজারের প্রতিটি দৃশ্য ভালোবেসেছি। সিনেমাটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি (রাশমিকা) অনেক অভিনেতার জন্য সৌভাগ্যবান হয়ে উঠেছেন। একজন অভিনেতা, পারফরমার এবং তারকা হিসেবে তিনি দুর্দান্তভাবে বেড়ে উঠেছেন। তবে ব্যক্তিগতভাবে এখনো সেই মেয়েটিই রয়ে গেছেন, যাকে আমি ৮ বছর আগে শুটিং সেটে দেখেছিলাম।’
তিনি আরও লেখেন, ‘তোমার প্রথম প্রজেক্টে যেখানে তুমি এত দায়িত্ব কাঁধে নিয়েছ, সেখানেও তোমার সব সাফল্য কামনা করছি।’
Launching #TheGirlfriendteaser to the world :)https://t.co/45kCAMAJqV
— Vijay Deverakonda (@TheDeverakonda) December 9, 2024
I love every visual of this teaser.
I am so excited to see this drama unfold.
She has been a lucky charm for so many of us actors, being part of our biggest successes. Growing fiercely as an actor, a…
রাশমিকা মন্দান্না বিজয়ের আন্তরিক এই পোস্টের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়ে পোস্টে বিজয়কে ট্যাগ করে লেখেন, ‘আমাদের জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ। আমরা আশা করি, এই প্রজেক্টের মাধ্যমে আপনাকে এবং সবাইকে গর্বিত করতে পারব।
রাশমিকা বর্তমানে পুষ্পা ২: দ্য রুল-এর সাফল্যের আনন্দ উপভোগ করছেন। ছবিটি বক্স-অফিসে সব রেকর্ড ভেঙে দিয়েছে। আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের সঙ্গে অভিনীত এই সিনেমাটি গত ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে।
ভারতের দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন দীর্ঘ দিনের। কানাঘুষা শোনা যায় লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন এই তারকা জুটি। যদিও সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি তাঁরা। তবে প্রকাশ্যে একে অপরের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে পিছপা হননি এই জুটি। এবার খোলামেলা তথাকথিত প্রেমিকার প্রশংসা করেছেন বিজয়। এ নিয়ে নানা জল্পনা চলছে তাদের ভক্ত-অনুরাগীদের মধ্যে।
গতকাল সোমবার রাহুল রাভীন্দ্রন পরিচালিত রাশমিকার আসন্ন রোমান্টিক সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর টিজার শেয়ার করেছেন। যেখানে বিজয়ের ভয়েস ওভার ছিল, এটি এই টিজারকে আরও বিশেষ করে তুলেছে। তবে এটুকুতেই শেষ নয়। বিজয়, যিনি ডিয়ার কমরেড সিনেমায় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন। এই অভিনেতা একটি হৃদয়গ্রাহী নোট শেয়ার করেছেন। তিনি রাশমিকাকে তার ‘লাকি চার্ম’ বলে উল্লেখ করেছেন। এতে তাঁদের সম্পর্কের গুজব আবারও আলোচনায় এসেছে।
এ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন জনপ্রিয় এই জুটির সম্পর্ক নিয়ে আরও খবর জানার জন্য। বিজয়ের এই আন্তরিক বার্তা রাশমিকার প্রতি তার গভীর সমর্থন আরও একবার প্রকাশ্যে এসেছে। ভক্তরা এই দুই তারকার সম্পর্ক নিয়ে আরও বেশি উৎসাহী হয়ে উঠেছেন।
এক্স হ্যান্ডেলে দ্য গার্লফ্রেন্ডের টিজার শেয়ার করে বিজয় লিখেছেন, ‘আমি এই টিজারের প্রতিটি দৃশ্য ভালোবেসেছি। সিনেমাটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি (রাশমিকা) অনেক অভিনেতার জন্য সৌভাগ্যবান হয়ে উঠেছেন। একজন অভিনেতা, পারফরমার এবং তারকা হিসেবে তিনি দুর্দান্তভাবে বেড়ে উঠেছেন। তবে ব্যক্তিগতভাবে এখনো সেই মেয়েটিই রয়ে গেছেন, যাকে আমি ৮ বছর আগে শুটিং সেটে দেখেছিলাম।’
তিনি আরও লেখেন, ‘তোমার প্রথম প্রজেক্টে যেখানে তুমি এত দায়িত্ব কাঁধে নিয়েছ, সেখানেও তোমার সব সাফল্য কামনা করছি।’
Launching #TheGirlfriendteaser to the world :)https://t.co/45kCAMAJqV
— Vijay Deverakonda (@TheDeverakonda) December 9, 2024
I love every visual of this teaser.
I am so excited to see this drama unfold.
She has been a lucky charm for so many of us actors, being part of our biggest successes. Growing fiercely as an actor, a…
রাশমিকা মন্দান্না বিজয়ের আন্তরিক এই পোস্টের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়ে পোস্টে বিজয়কে ট্যাগ করে লেখেন, ‘আমাদের জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ। আমরা আশা করি, এই প্রজেক্টের মাধ্যমে আপনাকে এবং সবাইকে গর্বিত করতে পারব।
রাশমিকা বর্তমানে পুষ্পা ২: দ্য রুল-এর সাফল্যের আনন্দ উপভোগ করছেন। ছবিটি বক্স-অফিসে সব রেকর্ড ভেঙে দিয়েছে। আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের সঙ্গে অভিনীত এই সিনেমাটি গত ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে।
ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
২ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
৪ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
১ দিন আগেঅনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।
১ দিন আগে